চাঁদের কক্ষপথে ঢুকলো ভারতীয় চন্দ্রযান(ভিডিও), ২৩ আগস্ট অবতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৩, ৪:৩৪:৪১ অপরাহ্ন
অনুপম বিজ্ঞান ডেস্ক: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে শনিবার মধ্যরাতে ঘোষণা করা হলো সেই সুসংবাদ— পৃথিবীর মায়া কাটিয়ে চাঁদের কক্ষপথে সংস্থাপিত হয়েছে ভারতীয় চন্দ্রযান।
সব কিছু ঠিকঠাক থাকলে ভারতীয় চন্দ্রযান চাঁদের বুকে অবতরণ করবে আগামী ২৩ আগস্ট।
পৃথিবী থেকে চাঁদে পৌঁছাতে এই যানের সময় লাগবে ৪০ দিন। ২২তম দিনে তা চাঁদের কক্ষপথে ঢুকলো।
১৭ আগস্ট মূল যান থেকে বিচ্ছিন্ন হবে লান্ডার বিক্রম এবং প্রজ্ঞান রোভার। এই দিকে তাকিয়ে বিজ্ঞানীরা।
কারণ, ২০১৯ সালে এই পর্যায়ে এসে বিক্রম ও প্রজ্ঞান চাঁদের জমিতে আছড়ে পড়ে টুকরো টুকরো হয়েছিল। সতেরো আগস্ট থেকে ২৩ আগস্ট ইসরোর বিজ্ঞানীরা নির্ঘুম রাত কাটাবেন। তবে, তাঁরা আশা করছেন- এবার আর দুর্ঘটনা ঘটবে না। যদি চন্দ্রযান এর অভিযান সফল হয় তাহলে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে প্রথম অবতরণ সফল হবে। তাই নাসাও তীক্ষ্ণ নজর রাখছে এই অভিযানের ওপর।