সৌদি আরব: গাড়ি চাপায় বাংলাদেশি নিহত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৩, ১০:০৮:২৭ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: গাড়ি চাপায় রুহুল আমিন (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন সৌদি আরবে। বুধবার (২ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সৌদি আরবের জেদ্দায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের হুরারপাড় বড় বাড়ির আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। দেশে তার মা, বাবা, স্ত্রী ও সাড়ে চার বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে।
নিহতের পরিবার জানায়, দুই বছর আগে সৌদি আরবের জেদ্দায় যান রুহুল আমিন। সেখানে তিনি সড়ক পরিষ্কারের কাজ করতেন। বুধবার রাতে পরিবার জানতে পারে, রুহুল আমিন সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
সৌদি আরবে অবস্থানরত রুহুলের বড় ভাই আল আমিন জানান, ময়লা ফেলার সময় ময়লার গাড়ির চাপায় রুহুল আমিন মারা গেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ নিয়ে গেছে। এছাড়া ঘটনার সময় সঙ্গে থাকা তার এক সহকর্মী ও গাড়িচালককে আটক করেছে পুলিশ।