পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে বোমা বিস্ফোরণে ৩৯ জনের মৃত্যু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৩, ৪:৪৮:১৫ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়ায় একটি কট্টরপন্থী ইসলামিক দলের রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক। আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত ওই অঞ্চলে রোববার বিকেলে এ ঘটনা ঘটে। খবর এক্সপ্রেস ট্রিবিউন।
আফগানিস্তানের সীমান্তবর্তী খার শহরে ৪০০ জনেরও বেশি সদস্য এবং সমর্থক একটি তাঁবুর নিচে জড়ো হওয়ার সময় বিস্ফোরণটি ঘটে জমিয়ত উলামা-ই-ইসলাম-এফ দলকে লক্ষ্য করে।
খাইবারপাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার বলেছেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে হাসপাতালে ৩৯টি মৃতদেহ রয়েছে। পাশাপাশি ১২৩ জন আহত রয়েছে, যার মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর। অন্যদিকে প্রাদেশিক গভর্নর হাজি গুলাম আলিও মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।
এখনও পর্যন্ত কোনও গোষ্ঠীই আনুষ্ঠানিক ভাবে বোমা হামলার দায় স্বীকার করেনি।




