হেপাটাইটিস: যা জানা থাকা জরুরি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৩, ১১:২৬:১৪ অপরাহ্ন
ডা. হুমায়ুন কবীর হিমু: হেপাটাইটিস বিভিন্ন ধরনের ভাইরাসের সংক্রমণে হয়ে থাকে। যেমন হেপাটাইটিস এ, বি, সি ও ই। এদের মধ্যে হেপাটাইটিস বি ও সি ভাইরাস ভয়ংকর। এরা দীর্ঘমেয়াদি ইনফেকশন করে লিভার ফেইলুর, লিভারে ক্যান্সার সৃষ্টি করতে পারে। হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণের সঠিক চিকিৎসা না করা হলে পরবর্তী সময়ে লিভার সিরোসিস, লিভার ক্যান্সারসহ নানা রকম জটিলতা দেখা দিতে পারে।
যাদের ঝুঁকি বেশি
হেপাটাইটিস বি বা সি ভাইরাস সংক্রমিত মায়ের গর্ভে জন্ম নেওয়া শিশু।
যারা ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণ করে।
বিপরীত বা একই লিঙ্গের সঙ্গে অনিরাপদ যৌন মিলনকারীদের বা বহুগামী লোকদের মাধ্যমে।
কিডনি ডায়ালাইসিসের রোগীদের।
হিমোফিলিয়া বা রক্ত রোগজনিত রোগী, যাদের রক্ত গ্রহণ করতে হয় বারবার।
পরীক্ষা ছাড়া রক্ত গ্রহণকারী।
জীবাণুমুক্ত না করে সার্জিক্যাল বা ডেন্টাল অস্ত্রোপচার করলে।
হেপাটাইটিসের লক্ষণ
শরীরের কোনো লক্ষণ ছাড়াই যেমন হেপাটাইটিস হতে পারে, আবার জন্ডিসে বা এমনিতে চোখ, শরীর বা প্রস্রাব হলুদ হয়ে যেতে পারে। তাছাড়া হঠাৎ বমি বমি ভাব, বমি হওয়া, দুর্বলতা, ক্লান্তি বোধ করা, খাবারে অরুচি, অনীহা কিংবা তীব্র দুর্বলতা হতে পারে। শরীরে চুলকানি, কখনও জ্বর জ্বর ভাব বা জ্বরের মাধ্যমে এই রোগের সূত্রপাত হতে পারে। এমনকি পায়ে বা পেটে পানি চলে আসতে পারে। এ ছাড়া তীব্রভাবে আক্রান্ত হয়ে রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে।
হেপাটাইটিসের লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যত তাড়াতাড়ি সম্ভব হেপাটাইটিস শনাক্ত করে চিকিৎসা শুরু করলে লিভারের বিকলতা বা মৃত্যুঝুঁকি কমানো সম্ভব।
কিছু সতর্কতা
শিশুদের টিকা দান নিশ্চিত করতে হবে।
রক্ত গ্রহণের আগে অবশ্যই পরীক্ষা করে নিতে হবে যে এই রক্ত ভাইরাসমুক্ত।
ডিসপজেবল সুচ ও সিরিঞ্জ ব্যবহার করতে হবে।
হেপাটাইটিস বি পজেটিভ মায়ের শিশু জন্মের সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শে বাচ্চাকে টিকা ও অ্যান্টিবডি দিতে হবে।
ঝুঁকিপূর্ণ এবং অনৈতিক শারীরিক সম্পর্ক বা আচরণ পরিহার করতে হবে।
ব্যক্তিগত ব্যবহার করা টুথব্রাশ, রেজর, নেইল কাটার ইত্যাদি অন্যকে ব্যবহারে নিষেধ করতে হবে।
স্যালুন, পার্লারে নাক, কান ফোঁড়ানোর সময় বা চুল কাটার সময়, শেভ করা জীবাণুমুক্ত জিনিসপত্র ব্যবহার নিশ্চিত করতে হবে।
বিশুদ্ধ পানি ও খাবার গ্রহণ করতে হবে।
মদ্যপান ও নেশা জাতীয় দ্রব্য পরিহার করতে হবে।