বড়লেখায় বাংলাদেশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৩, ৯:৫৯:৩৯ অপরাহ্ন
আশফাক আহমেদ,বাহরাইন প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব বড়লেখা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৩টায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন।
প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির বড়লেখা উপজেলা শাখার সভাপতি ইকবাল হোসেন স্বপন। বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোফাদ আহমদ মুরাদ।এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক এম এ রুমান আহমদ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন জুড়ী টিএন খানম সরকারি কলেজের প্রভাষক বদরুল ইসলাম মনু, বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি তপন চৌধুরী, উদীচী শিল্পী গোষ্ঠী বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র, নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ, টিম ফর কোভিড ডেথ বড়লেখা-জুড়ী প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দিন, যুবলীগ নেতা জাকির হোসেন, সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি বড়লেখা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, আরকে লাইসিয়াম কিন্ডারগার্টেনের শিক্ষিকা হালিমাতুন সাদিয়া লিলি, দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের টিম লিডার তৌফিকুল ইসলাম আবির, দক্ষিণভাগ আল ইক্বরা ইসলামিক সোসাইটির সাধারণ সম্পাদক ছাইফুর রহমান প্রমুখ।
আলোচনা পরবর্তী সময়ে বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও বড়লেখা উপজেলা শাখার সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কন্ঠভোটে মোহাম্মদ হানিফ পারভেজকে সভাপতি, তাহমীদ ইশাদ রিপনকে সাধারণ সম্পাদক ও রেদওয়ান আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম এ রুমান আহমদ ও সাধারণ সম্পাদক মোফাদ আহমদ মুরাদ।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক অজিত রবি দাস, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হাসনাত, আহমেদ নোমান, প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল, সহ-প্রচার সম্পাদক আশফাক আহমদ, দপ্তর সম্পাদক আক্তার হোসাইন, সহ-দপ্তর সম্পাদক ছয়ফুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আফজাল হোসেন রুমেল।
সদস্য এমরান আহমদ, মো: আসাদ উদ্দিন, মাহমুদ হাসান, মাহিনুর ইসলাম মাহিন, আবু আহমদ উবায়দা।