জাহানারা মেমোরিয়াল সমাজ সেবা ট্রাস্টের চক্ষু শিবির দিরাইয়ে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৩, ১:৩৯:৫৯ অপরাহ্ন
‘দৃষ্টিহীনে দৃষ্টিদান’ এই প্রত্যয়ে সুনামগঞ্জের দুর্গম উপজেলা দিরাইয়ে চক্ষু শিবিরের আয়োজন করেছে জাহানারা মেমোরিয়াল সমাজ সেবা ট্রাস্ট। ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ এ ভাবধারাকে ত্বরান্বিত করার লক্ষ্যে সর্বদা জাহানারা মেমোরিয়াল সমাজ সেবা ট্রাস্ট কাজ করে থাকে।
মঙ্গলবার ২৫ জুলাই সকাল ১০টা হতে বিকাল ৪.০০ পর্যন্ত দিরাই উপজেলার রোশনি কমিউনিটি সেন্টারে সংস্থার উদ্যোগে এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
এ চক্ষু শিবিরে দিরাই উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা হতে দীর্ঘকালীন চক্ষু সমস্যায় জর্জরিত রোগীরা আসেন। জাহানারা মেমোরিয়াল সমাজ সেবা ট্রাস্টের উদ্যোগে এবং আধুনিক হাসপাতাল সুনামগঞ্জের সহযোগিতায় এ শিবিরের আয়োজন করা হয়।
এই শিবিরে চক্ষু সংক্রান্ত বিভিন্ন সমস্যার জন্য প্রায় ৪৫০ জনকে ওষুধ, চশমা প্রদান করা হয় এবং ছানিপড়া প্রায় ৬০ জন রোগীর তালিকা করা হয়। ২৬ জুলাই ট্রাস্টের উদ্যোগে অপারেশনসহ সার্বিক ব্যয় বহন করে ট্রাস্টের অর্থে সুনামগঞ্জ আধুনিক হাসপাতালে তাঁদের চক্ষু অপারেশন সহ যাবতীয় ঔষধ, চশমা ইত্যাদির ব্যবস্থা করা হয়।
এতে উপস্থিত ছিলেন দিরাই উপজেলার নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন দিরাই পৌরসভার সম্মানিত মেয়র বিশ্বজিৎ রায়, স্থানীয় সাংবাদিক, উলামায়ে কেরাম ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
সার্বিক বিবেচনায় অত্যান্ত সুন্দর ও সুষ্ঠভাবে আমাদের আজকের এই আয়োজন সম্পন্ন হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছ। প্রশাসন, জমিয়তের কর্মীরা সহ যে যেভাবে এই আয়োজনকে সফল করতে চেষ্টা করেছেন তাদের সবার কৃতজ্ঞতা জানানো হয়েছে।