ডেঙ্গু আপডেট: একদিনে মৃত্যু আরও ১৪, নতুন আক্রান্ত রেকর্ড ২৬৫৩ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৩, ৯:৪৫:৩৯ অপরাহ্ন
অনুপম স্বাস্থ্য ডেস্ক: দেশে ডেঙ্গু প্রতিদিনই রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। জুলাই মাসের ২৬ দিনে ১৬৮ জনের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ৩২ হাজার ৩৬৩ জনে।
গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ২ হাজার ৬৫৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আগের দিন এই সংখ্যা ছিল ২ হাজার ৪১৮ জন।
আজ সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৬৫৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১ হাজার ৩২৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩২৬ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ২ হাজার ৬৫৩ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১৮৯ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৭৬০ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ৪২৯ জন। চলতি বছরের এ পর্যন্ত ৪০ হাজার ৩৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ২৫ হাজার ৭৪৮ জন এবং নারী ১৪ হাজার ৫৯৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ হাজার ৯৩৭ জন।