আশুগঞ্জ গ্রিড বিপর্যয়: সিলেট বিভাগ বিদ্যুৎহীন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৩, ৫:৫৬:৩৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহে বিপর্যয় ঘটায় প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎহীন ছিল সিলেট বিভাগ। তীব্র গরমে চরম দুর্ভোগ পোহাতে হয় পুরো অঞ্চলের মানুষকে।।
জানা যায়, সোমবার দুপুর ১টা ১০ মিনিটে এ বিপর্যয় ঘটে। এরপর বিকেল পৌনে ৪টার দিকে সরবরাহ কিছুটা স্বাভাবিক পর্যায়ে আসে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। কোথাও বেলা ১১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎবিহীন ছিল।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির সাংবাদিকদের বলেন, গ্রিড বিপর্যয়ের কারণে আশুগঞ্জ থেকে ১৩২ কেভি সার্কিট দুটি বন্ধ থাকায় সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে ৪ থেকে ৫ ঘণ্টা লাগবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু কিছু এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।




