মেয়র আনোয়ারুজজ্জামান লন্ডনে পৌঁছেছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৩, ১০:২৪:১১ অপরাহ্ন
লন্ডন অফিস: সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে পৌঁছেছেন।
বুধবার লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টায় হিথরো বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠন ও কমিউনিটি নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
এর আগে বুধবার সকালে তিনি সিলেট থেকে বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হন।আগামী পাঁচ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটি করপোরেশনের এবারের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং প্রায় ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
গত ৩ জুলাই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করান। আগামী অক্টোবরে সিলেটের মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

