রবীন্দ্রসংগীত আরবিতে, গিনেস বুকে সুচেতা(ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৩, ৯:৩৫:১৩ অপরাহ্ন
অনুপম সাহিত্য ডেস্ক: ‘আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও” বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত গানটি সংবাদ শিরোনামে এসেছে সম্প্রতি যে কারণে তা হলো আরবি ভাষায় সুচেতার মধুর কণ্ঠে গানটি ভাইরাল হয়েছে।
দেব চক্রবর্তী এবং সুচেতা সতীশ এর যৌথ কন্ঠে ধ্বনিত হলো সেই সুর বাংলা ও আরবী ভাষায়। আরবীতে অনুবাদ করেছেন আরব আমিরাতের কবি ড. শিহাব ঘনেম। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি গান আরবিতে অনুবাদ করেছেন। বাকি দুটি হলো, ‘নাই নাই ভয়…’ এবং ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’।
আরব আমিরাতের কবি ড. শিহাব ঘনেম
ওদিকে, ১৩২ টি ভাষায় গান করে সুচেতা ইতিমধ্যেই গিনেস বুকে জায়গা করে নিয়েছেন। আর দেব চক্রবর্তী ও সুচেতা রবীন্দ্রনাথের গানকে যথার্থভাবে পরিবেশন করেছেন বলে প্রশংসা পাচ্ছেন তারা।
নিচে আরবিতে অনুদিত দুটি গানের ভিডিও—