মালয়েশিয়া: সারওয়াক রাজ্যে ব্যবসা সম্প্রসারণ ও দক্ষ মানবসম্পদ নিয়োগে প্রস্তুত বাংলাদেশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৩, ৬:৫৫:৩৩ অপরাহ্ন
বুধবার মালয়েশিয়ার সারওয়াক রাজ্যের প্রিমিয়ার (রাজ্য সরকার প্রধান) দাতুক পাটিঙ্গি তান শ্রী আবাং জোহারি তুন ওপেং-এর সাথে বৈঠকে বাংলাদেশের হাইকমিনার মো. গোলাম সারোয়ার।
আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ার সারওয়াক রাজ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও দক্ষ মানবসম্পদ নিয়োগে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সরোয়ার ১২ জুলাই বুধবার রাজ্যের প্রিমিয়ার (রাজ্য সরকার প্রধান) দাতুক পাটিঙ্গি তান শ্রী আবাং জোহারি তুন ওপেং-এর সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান।
হাইকমিশনার জানান, পারস্পারিক ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে এবং নিজেদের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ হতে পেশাভিত্তিক দক্ষ মানবসম্পদ নিয়োগে রাজ্য সরকারের প্রশাসনিক সদরদপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে এই আগ্রহের কথা জানান এবং রাজ্য সরকার বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এছাড়া বৈঠকে হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা তুলে ধরে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি, ব্যাবসা-বাণিজ্য সম্প্রসারণ, পেশাভিত্তিক দক্ষ মানবসম্পদ প্রেরণ, নবায়নযোগ্য শক্তি, ডিজিটাল অর্থনীতি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, হালাল বাণিজ্য অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে কাজ করার আহবান জানান। তিনি বাংলাদেশকে বিনিয়োগের অপার সম্ভাবনাময় দেশ হিসেবে তুলে ধরে সারাওয়াক রাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশে ১০০ টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ গ্রহণের আহবানও জানান।
বৈঠকে সারাওয়াক রাজ্যের প্রিমিয়ার রাজ্যটির অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা পোস্ট-কোভিড-১৯ উন্নয়ন কৌশল (পিসিডিএস) ২০৩০ তুলে ধরে এক্ষেত্রে দক্ষ মানবসম্পদ এর প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে কাজ করতে রাজ্য সরকারের ইতিবাচক অবস্থান তুলে ধরেন।
এ প্রসঙ্গে হাইকমিশনার উল্লেখ করেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে কাজে লাগিয়ে ডাক্তার, প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষকসহ বাংলাদেশের বিভিন্ন পেশাভিত্তিক দক্ষ মানবসম্পদ পৃথিবীর বিভিন্ন দেশে নিয়োজিত রয়েছে এবং একইসাথে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি প্রেরণ করে থাকে।
অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে সারাওয়াক রাজ্যকে সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে এবং এক্ষেত্রে হাইকমিশন তথা বাংলাদেশ সরকারের পূর্ণ সহযোগিতার বিষয়ে তিনি আশ্বাস প্রদান করেন।
রাজ্যের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ হতে পেশাভিত্তিক দক্ষ মানবসম্পদ নিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ অন্যান্য দ্বিপাক্ষিক সকল বিষয়ে কার্যক্রম গ্রহনের জন্য সারওয়াক রাজ্যের সরকার প্রধান তাঁর দপ্তরের কর্মকর্তাদের তাৎক্ষিনকভাবে নির্দেশ প্রদান করেছেন।
বাংলাদেশের জন্য সম্ভাবনাময় সারাওয়াক রাজ্যের সাথে ইতিবাচকভাবে কাজ করার লক্ষ্যে বাংলাদেশের হাই কমিশনের পক্ষ হতে খুব শীঘ্রই সংশ্লিষ্ট সকল বিষয়ে রাজ্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হবে। এর মাধ্যমে মালয়েশিয়ার এই অঞ্চলের সাথে বাংলাদেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন হাইকমিশনার।
বৈঠকে উপস্থিত ছিলেন, সারাওয়াক রাজ্যের স্টেট সেক্রেটারি দাতো শ্রী মোহাম্মদ আবু বকর মারজুকি এবং বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।