ড. আবতার লিটের অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৩, ৯:২৯:৪৭ অপরাহ্ন
বিশ্বনন্দিত সানরাইজ রেডিওর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ড. অবতার সিং লিট গত ২৭ জুন সকালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি তার মা, পাঁচ সন্তান, সুরজিত সিং লিট এমবিই, (৫১) টনি লিট (৫০) ববি লিট ৪৯ সেরেনা লিট ২৪ এবং রবি ১৯ এবং স্ত্রী মিসেস অনিতা লিট নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১২ জুলাই (২০২৩) সকালে মিডিলসেক্স শহরের মর্টলেক কেমিট্রিয়ামে মরহুমের অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এতে বৃটেনের সর্বস্তরের হাজারও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভারত উপমহাদেশের বাইরে এশিয়ান রেডিও হিসেবে সানরাইজ রেডিও বিশ্বের সর্বশ্রেষ্ঠ এশিয়ান রেডিও স্টেশন। ডঃ অবতার লিট ১৯৮৯ সাল থেকে হাউন্সলো তারপর সাউথহল, মিডলসেক্স থেকে তার এই সানরাইজ রেডিওর যাত্রা শুরু করেন।
ড. লিট মূলত ভারতের পাঞ্জাবের বাসিন্দা। এশিয়ান ব্রডকাস্টিং অঙ্গনে, ড. লিট তার কাজের জন্য খুব জনপ্রিয় এবং সুপরিচিত ছিলেন। তিনি একজন কিংবদন্তি রেডিও সম্প্রচারক ছিলেন। ১৯৯৪ সালে সানরাইজ রেডিও বাংলা অনুষ্ঠান এবং রেডিও প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে কাজ শুরু করেন।
মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল আনুষ্ঠানিকভাবে আবেদন করেন এবং ড. অবতার লিট তখন সানরাইজ রেডিওতে বাংলা অনুষ্ঠান শুরু করার প্রস্তাব দেন, এটি প্রতিষ্ঠায় সহায়তা করেন।
মিসবাহ জামাল (উপস্থাপক ও ব্রডকাস্টার), এস আই চৌধুরী রাজু (সেলস এক্সিকিউটিভ) অন্যান্য সহকর্মীদের সাথে রুমি খান, লিনা খান, তোফায়েল আহমেদ এবং মালিনী সরকার জুন ২০০৮ পর্যন্ত বেঙ্গলি প্রোগ্রামের মধ্যে কাজ করেছেন। এছাড়াও মিসবাহ জামাল এবং তোফায়েল আহমেদের সাথে অনুষ্ঠানের সমর্থনে অন্যান্য উপস্থাপক শাহাব আহমেদ বাচ্চু, নজরুল ইসলাম বাসন, আবু তালেব মুরাদ, শেলিনা শামীম, সানজিদা লিটন শিউলী, রওশন আরা মনি, ফওজিয়া নূর সুজিয়া চৌধুরী, ইফতেখার রশিদ বাবু, পলি রহমান, হাফসা খানম শামা প্রমুখ।
ডঃ অবতার লিট এর মৃত্যুতে শোক প্রকাশ ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিখ্যাত রেডিও এবং টিভি উপস্থাপক মিঃ রবি শর্মা, লন্ডন বাংলা প্রেসক্লাব ফাউন্ডার প্রেসিডেন্ট মহিব চৌধুরী, রেডিও উপস্থাপক তোফায়েল আহমদ, কবি ও সাংবাদিক আবদুল মুকিত মুখতারসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।—বিজ্ঞপ্তি