অ্যান্ড্রয়েড মোবাইলের স্টোরেজ খালি করতে হয় যেভাবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৩, ১:৪০:৫৯ অপরাহ্ন
অনুপম প্রযুক্তি ডেস্ক: অ্যাপস, ফটো, অপারেটিং সিস্টেম এর জন্য ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়। তাছাড়া আপনি যদি তুলনামূলক পুরাতন বা এন্ট্রি লেভেলের ফোন ব্যবহার করেন তাহলে এই সমস্যায় খুব তাড়াতাড়িই পড়তে হয়। আমরা অনেকে এই সমস্যা থেকে মুক্তি পেতে ফোনকে ফরমেট করে দেই। স্টোরেজ সমস্যা থেকে রেহাই পেতে ফোন রিসেট বা ফরমেট করা স্থায়ী কোন সমাধান নয়। চলুন দেখে যাক কিভাবে ফোনের স্টোরেজ ফ্রি করা যায়।
অতিরিক্ত স্টোরেজ দখলকারী অ্যাপ আইডেন্টিফাই করুন একবার চিন্তা করে দেখুন তো কয়টি অ্যাপ আপনি নিয়মিত ব্যবহার করেন? আর কত গুলো শুধু শুধু ফোনে ইন্সটল করা আছে? বেশির ভাগ সময় আমরা অযথা অ্যাপ ইন্সটল করে রাখি কিন্তু অ্যাপ গুলো ব্যবহার করি না, ফলাফলস্বরূপ অ্যাপ গুলো বেশির ভাগ জায়গা দখল করে রাখে।
কিছু অ্যাপ আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয় যেমন, ইমেইল অ্যাপ, সোশ্যাল মিডিয়া অ্যাপ, নিউজ অ্যাপ, একটা দুইটা গেম। এছাড়া খুব কম অ্যাপই আছে যেগুলো আমাদের কাজে লাগে। আপডেট অ্যান্ড্রয়েড ফোনে আপনি সহজেই ইন্সটল করা অ্যাপ গুলো দেখতে পারবেন। প্রথমে Settings > Storage > Other apps এ চলে যান এখানে আপনি সব গুলো অ্যাপ দেখতে পাবেন। উপরে ডান পাশে মেনুতে ক্লিক করে Sort ও করতে পারবেন। এবার আপনি খুঁজে দেখুন কোন অ্যাপটি আপনি ব্যবহার করেন না কিন্তু প্রচুর স্টোরেজ দখল করে আছে। খুব বেশি প্রয়োজন না হলে আনইন্সটল করে দিন।
অফলাইন কন্টেন্ট ডিলিট করে দিন
আমাদের ফোনে এমন অনেক অ্যাপ থাকে যেগুলো আমাদের সুবিধার জন্য অফলাইনে ডেটা জমা রাখে। চলুন দেখে নেয়া যাক কিভাবে অফলাইন কন্টেন্ট ক্লিয়ার করবেন। এজন্য আপনাকে অ্যাপ এ চলে যেতে হবে, Settings>Apps and notifications > চলে যান, নির্দিষ্ট অ্যাপ সিলেক্ট করুন, Storage and cache এ সিলেক্ট করে Clear Cache ক্লিক করুন। এছাড়া এই কাজটি সহজে করতে আপনি বিভিন্ন থার্ডপার্টি অ্যাপও ব্যবহার করতে পারেন। বাল্ক আকারে অ্যাপ Caches ক্লিয়ার করতে আপনি SD Maid অ্যাপটি ব্যবহার করতে পারবেন?
ছবি ও মিডিয়া ফাইল ক্লাউডে পাঠান
আমরা সবাই জানি Google Photos এ আমাদের ছবি ব্যাকআপ থাকে। আপনি যদি রেজুলেশনের বিষয়টিতে একটু ছাড় দিতে পারেন তাহলে এটা আপনার জন্য সেরা অপশন হতে পারে। একই সাথে এটি আপনার ড্রাইভের স্টোরেজের উপর কোন প্রভাব ফেলবে না। আপনি Google Photos এ ছবি রাখলে ইচ্ছে মত যেকোনো সময় দেখতে পারবেন এবং লোকাল স্টোরেজও ফ্রি থাকবে। তাছাড়া Google Photos একটি চমত্কার ফিচার আছে। মাঝে মাঝে এটি অনস্ক্রিন নোটিফিকেশন দিয়ে আপনাকে কিছু স্টোরেজ ফ্রি করতে অফার দিবে। আপনি চাইলে নিজে থেকেও এটি চেক করে নিতে পারেন। Google Photos > Menu > Free up space এ ক্লিক করুন। এখন আপনি দেখতে পারবেন কত গুলো ব্যাকআপ হয়েছে কতগুলো ফটো ডিলিট করে দিতে পারেন।
ফাইল SD কার্ডে মুভ করুন
দিন দিন স্মার্টফোন গুলো থেকে SD তুলে দেয়া হচ্ছে। তবে প্রিমিয়াম ফোন গুলোতে এটি বেশি হয়। এর পেছনে অবশ্য কারণও আছে। SD কার্ড ফাইলের Read/write টাইম বাড়িয়ে দিতে পারে। এতে করে ফোন স্লো কাজ করবে আপনি ভাববেন ফোনে সমস্যা। যাই হোক আপনার ফোন যদি মিড রেঞ্জের হয় তাহলে আপনি এইদিক থেকে ভাগ্যবান। প্রায় সকল মিডরেঞ্জের ফোনেই মেমোরি কার্ড স্লট থাকে। স্টোরেজ ফুল হয়ে গেলে আপনি চাইলে অতিরিক্ত ফাইল মেমোরি কার্ডে মুভ করতে পারেন। তাছাড়া ক্যামেরা সেটিংস সহ আরও কিছু সেটিংস আছে যেখানে আপনি ডিফল্ট স্টোরেজ হিসেবে SD কার্ডকে সিলেক্ট করে দিতে পারেন।
Google Files ব্যবহার করুন
গুগল তাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য নিজস্ব ফাইল ম্যানেজার নিয়ে এসেছে। ইউজার ইন্টারফেস সহ অ্যাপ বেশ চমত্কার কাজ করে। আপনার ফাইল গুলো সাজাতে এই অ্যাপটি আপনাকে সাহায্য করতে পারে। বর্তমানে প্রায় সব ফোনেই এই অ্যাপটি প্রিইন্সটল করা থাকে। ফাইল ম্যানেজার হিসেবে এই অ্যাপ অন্য থার্ডপার্টি অ্যাপ এর মত অনেক ফিচার না থাকলেও বেশ কাজের কিছু ফিচার রয়েছে। এই অ্যাপ দিয়ে আপনি ফাইল সুন্দর করে সাজানোর পাশাপাশি, টেমেপারারি ফাইল রিমুভ করতে পারবেন। জানতে পারবেন কোন অ্যাপ গুলো বেশি জায়গা দখল করে আছে, কোন অ্যাপ গুলো অনেক দিন ব্যবহার করা হয় না।
বিল্ড ইন স্টোরেজ ম্যানেজার ব্যবহার করুন
আপনি যদি থার্ডপার্টি কোন অ্যাপ ব্যবহার করতে না চান তাহলেও সমস্যা নেই। প্রতিটি ফোনেই বিল্ড ইন স্টোরেজ ক্লিনার থাকে। আপনি চাইলে সেটিও ইউজ করতে পারেন। আপনি ফোনে ডিফল্ট ফাইল ম্যানেজারে যান, সেখানে Analysis Storage নামে অপশন পাবেন। এখানে ক্লিক করে স্টোরেজ এনালাইসিস করতে পারেন। অথবা সেটিংস থেকে প্রয়োজন মত ফিচারটি কাস্টমাইজও করে নিতে পারেন।