সিলেট লেখক পরিষদে সেমিনার: ‘জালালউদ্দিন রুমির সাহিত্যে আছে সমগ্রের প্রতি অতুলনীয় ভালবাসা’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৩, ১১:৫১:০২ অপরাহ্ন
সিলেট অফিস: বিশিষ্ট রুমি গবেষক, কবি ও সাংবাদিক সারওয়ার চৌধুরী বলেছেন, জগত বাস্তবতার ভেতরের বিশেষ জ্ঞান ও বাইরের জ্ঞান রুমি অনুধাবন করতে পেরেছিলেন অসাধারণভাবে। সেই অতুলনীয় উপলব্ধি তাঁর এসেছিল মাওলানা শামস তাবরিজির সাক্ষাত পেয়ে। তাবরিজি তাঁকে দেখিয়েছেন মহাবিশ্বব্যবস্থায় ভালবাসা-ই সারাৎসার, যে-ভালবাসার শুদ্ধতা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে। রুমি আমাদের জানান, ভালবাসা হল—কৃতজ্ঞতা। আল্লাহর সৃষ্টিকে ভালবেসে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হয়। যেখানে বিশুদ্ধ ভালবাসা ফোটে সেখানে কৃতজ্ঞতা প্রকাশ পায়। রুমির সাহিত্য, কথা-আলাপ সবকিছুতে সমগ্রের প্রতি ভালবাসা ফুটেছে অতুলনীয়ভাবে। তাই সেই ত্রয়োদশ শতকে সৃষ্ট রুমির সাহিত্য আজও প্রাসঙ্গিক বিস্ময়করভাবে। রুমির চিন্তা পূর্ব পশ্চিমের শীর্ষস্থানীয় সাহিত্যিক দার্শনিকদের চিন্তাকে প্রভাবিত করেছে।
তিনি গতকাল বুধবার (৬ জুলাই ২০২৩) সন্ধ্যা সাড়ে সাতটায় সিলেট নগরের আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের কার্যালয়ে অতুলনীয় ভালবাসার কবি, বিখ্যাত আলেম, হযরত মাওলানা জালাললুদ্দিন রুমি রহ.কে নিবেদিত সেমিনার ও সংগঠনের ৩য় নিয়মিত মাসিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে উপরের কথাগুলো বলেন।
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি কবি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গবেষক সৈয়দ মবনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ও গল্পকার সেলিম আওয়াল, কবি সালেহ আহমদ খসরু।
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক, হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াতের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি বিশিষ্ট ছড়াকার আব্দুস সাদেক লিপন এডভোকেট, লোকগবেষক আবু সালেহ আহমদ, সরকারি প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ছয়ফুল আলম পারুল, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক সেয়দ রেজাউল হক।
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবদুল কাদির জীবনের উপস্থাপনায় সাহিত্য আসরে লেখা পাঠ করেন, কবি মকসুদ আহমদ লাল, কবি গাজী আব্দুল কুদ্দুস শমশাদ, ছড়াকার কবির আশরাফ, কবি কামাল আহমদ, ছড়াকার আতাউর রহমান বঙ্গী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরান থেকে তেলাওয়াত করেন গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল।