ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে নৌকার বিজয় সুনিশ্চিত: বিশ্বনাথে শফিক চৌধুরী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৩, ১২:৫৯:৩৪ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বুকে সাহস রেখে সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেই ১৭ জুলাই নির্বাচনে ‘স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক’ নৌকার বিজয় নিশ্চিত হবে। রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের প্রতিবন্ধিদের উন্নয়নের জন্য বিশেষ বিশেষ প্রকল্প বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর নৌকার বিজয় নিশ্চিত হলেই উন্নয়ন প্রক্রিয়া বৃদ্ধি পাবে আরও কয়েকগুন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে গ্রহন ও বাস্তবায়ন করা প্রকল্পগুলোর কারণেই আজ বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে সিলেটের বিশ্বনাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার রামপাশা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরব আলীর ‘নৌকা’ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত বিশেষ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত ‘নৌকার মাঝি’ আরব আলী।
রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আহমেদ শরীফের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় আবুল বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক ফখর উদ্দিন মাস্টার, কার্যনির্বাহী সদস্য শফিকুর রহমান রিয়াজ, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফয়ছল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু।
বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বশির আহমদ, সৈয়দ আতিকুর রহমান, আব্দুল হক, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহন মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আসাদ আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আহমদ। এসময় কর্মীসভায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।