ডেঙ্গুতে মারা গেলেন ভিকারুননিসার ছাত্রী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৩, ১২:০৯:১৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী। মৃত ওই ছাত্রীর নাম ইলমা জাহান। তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল শাখার একাদশ বিজ্ঞান বিভাগের (এল শাখার) শিক্ষার্থী ছিলেন।
সোমবার (৩ জুলাই) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।
ইলমার অকাল মৃত্যুতে ভিকারুননিসা পরিবার গভীরভাবে শোকাহত জানিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
জানা যায়, গত বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আজহার দিন বিকেলে ইলমার জ্বর আসে। এক দিন বাদে শনিবার তার রক্ত পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ আসে। তখন তার রক্তে প্লাটিলেট ছিল ১ লাখ ৪৫ হাজার। পরদিন রোববার পরীক্ষায় প্লাটিলেট কম পাওয়া গেলে রাত ১০টায় ইলমাকে আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (৩ জুলাই) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ইলমা জাহানের বাবা ইকবাল কবির জানান, ইলমার স্বপ্ন ছিল সেনাবাহিনীতে চাকরি করার। এক জ্বরে আমার মেয়ের স্বপ্নটা ধূলিসাৎ করে দিল।
তিনি জানান, ইলমা মারা যাওয়ার পর প্রথমে ঢাকার মালিবাগের বাসায় জানাজা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামের বাড়িতে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।