কারেন্টের তারে লেগে স্বামী-স্ত্রী মারা গেলেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৩, ১০:৪২:২১ অপরাহ্ন
প্রতীকী ছবি
সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ীতে কারেন্টের তারে লেগে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার (৪ জুলাই) দুপুর দেড়টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে ঘটেছে।
স্থানীয় ইউপি সদস্য ময়নুল ইসলাম জুনেদ জানান- ঘটনার সময় দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত আরজিদ আলীর ছেলে মইন উদ্দিন মিয়া (৬৫) নিজ বাড়িতে গাছের ডাল কাটছিলেন। তখন অসাবধানতাবশত একটি ডাল ভেঙে পল্লী বিদ্যুতের লাইনে পড়ে লাইন ছিড়ে গিয়ে মইন উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার স্ত্রী হোসনু বেগম (৫৯) তাকে উদ্ধার করতে গেলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিশাত জাহান বলেন- ওদেরকে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন।