মালয়েশিয়ায় আন্তর্জাতিক খাদ্য ও পানীয় মেলায় বাংলাদেশ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৩, ৭:২৩:৫৬ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক মেলা ‘ফুড এন্ড ড্রিংকস মালয়েশিয়া বাই SIAL। ৪ জুলাই Malaysia International Trade and Exhibition Centre (MITE) এ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০ টায় মেলার উদ্বোধন করেন, দেশটির কৃষি ও খাদ্য নিরাপত্তা উপমন্ত্রী চ্যান ফং হিন।
বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এর তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় এই মেলায় বাংলাদেশের এগ্রোভার্স লিমিটেড এবং মুন্নু সিরামিক অংশগ্রহণ করেছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৬ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত। মেলায় খাদ্যপণ্য ও পানীয়, সামুদ্রিক খাবার ও মৎস্য, হালাল ফুডস এবং খাদ্য ও পানীয় প্রযুক্তি, মসলা এবং বিকল্প প্রোটিন এই সেক্টরগুলিতে বাংলাদেশসহ বিশ্বের ১৬ টি দেশের ২৫৭ টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
উল্লেখ্য যে, SIAL নেটওয়ার্ক এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে এই মেলা আয়োজন করে থাকে, আসিয়ান অঞ্চলে মালয়েশিয়াতে এই আয়োজন প্রথম। এর মাধ্যমে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা মালয়েশিয়ার পাশাপাশি আসিয়ানভূক্ত দেশগুলিতে তাদের পণ্যের বাজার সৃষ্টির সুযোগ পাবেন। মেলার পাশাপাশি Food Conference 2023 ও Regional Halal Forum শিল্প উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ, জ্ঞান বিনিময় এবং ব্যবসায়িক নেটওয়ার্কিং তৈরীতে ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
মুন্নু মালয়েশিয়ার সিইও মাহবুব আলম শাহ জানান, শুরু হওয়া ১ম দিনের মেলায় বিভিন্ন দেশের প্রায় আড়াই’শ ব্যবসায়ী-আমদানিকারক বাংলাদেশ প্যাভিলিয়নের মুন্নু সিরামিকের স্টলে এসেছেন। বাংলাদেশি সিরামিক পণ্য দেখেছেন এবং প্রশংসা করেছেন। মেলায় কয়েকটি অর্ডার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সিইও মাহবুব আলম শাহ। তিনি বলেন,’ক্রেতাদের আগ্রহ দেখে আগামীতে বড় পরিসরে অংশ নিবে মুন্নু সিরামিক।’
আগামী ৬ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত মেলা চলবে। দর্শনার্থীরা বিনামূল্যে মেলা দেখতে পারবেন। মেলায় ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’ ঘুরে দেখার জন্য মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ জানিয়েছেন, ২য় দিনে মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন দেখতে আসবেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারোয়ার।
গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় এধরণের আরও ৫টি মেলায় বাংলাদেশ অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন,হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।