লেবাননে ইসলামি সমাজ কল্যাণ সংগঠনের শিক্ষা সফর-২০২৩ সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৩, ৭:০২:১৮ অপরাহ্ন
ওয়াসীম আকরাম, লেবানন থেকে: ভূমধ্যসাগরীয় প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমির দেশ লেবানন। লেবাননে প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি বিভিন্ন কর্ম নিয়ে এখানে বসবাস। এই প্রবাসী বাংলাদেশিদের দ্বীনের প্রতি আকৃষ্ট করে সঠিক ও ঈমানী জীবন যাপনের লক্ষে লেবানন ইসলামি সমাজ কল্যাণ সংগঠন প্রতিষ্ঠিত হয়।
লেবানন দেশটি পাহাড়ি ও প্রাকৃতিক সৌন্দর্য্যের দেশ। এই সৌন্দর্য্যে বিমুগ্ধ করবে প্রত্যেক ভ্রমণকারীকে। মহান আল্লাহ্’তালার নিজ হাতে গড়া এই সৌন্দর্য্যের নিদর্শন দেখার জন্য আল্লাহ্’র সৃষ্টি উপলব্ধি করার লক্ষে গতকাল রবিবার ২রা জুলাই “লেবানন ইসলামি সমাজ কল্যাণ সংগঠন” কর্তৃক আয়োজিত হয় শিক্ষা সফর। এ সফরে এখানকার প্রবাসী বাংলাদেশি কর্মী ও অত্র সংগঠনের দায়িত্বশীল কর্মী, সদস্য, সমর্থক ও শুভাকাঙ্ক্ষী ছিলেন।
শিক্ষা সফরের মূল উদ্দেশ্য ছিল, লেবাননের প্রাকৃতিক সৌন্দর্য্য দর্শন করা। শিক্ষা সফরটি ছিল লেবাননের জুনি (আধুনিস) শহরের একটি শত বছরের পুরোনো গুহা পরিদর্শন যেটি ‘Jeita Grotto’ নামে পরিচিত। পরবর্তীতে লেবাননের উত্তর আঞ্চলে ত্রিপলী শহরের ‘Palace fo Dreams’ নামে একটি জায়গায় বিখ্যাত স্থান পরিদর্শন সহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে সফর করা হয়। লেবাননের রাজধানী বৈরুত থেকে সকাল ৭টায় পবিত্র কোরআন থেকে দারস আল কোরআনের মধ্য দিয়ে শিক্ষা সফরের যাত্রা শুরু হয়ে পরবর্তীতে পবিত্র কুরআন ও হাদিস থেকে আলোচনা সহ ইসলামের পাঁচটি বুনিয়াদের উপর আলোচনা করেন অত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা সাংগঠনিক কর্মীরা।
এছাড়া শিক্ষা সফরকে আকর্ষণীয় করে তুলতে সংগঠনের পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাঁচটি বিষয়ের উপর মোট পঞ্চাশটি প্রশ্নের একটি প্রশ্নপত্র তৈরি করে সংগঠনটি। সফরে অংশ গ্রহণকারী প্রত্যেকের হাতে তুলে দেয় একটি করে প্রশ্নপত্র এতে নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে নির্বাচিত করার হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।