নতুন ফিচার: কিউআর কোডে চ্যাট ট্রান্সফার হবে হোয়াটসঅ্যাপে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৩, ৩:০৪:৩২ অপরাহ্ন
অনুপম প্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপের নতুন আরেকটি ফিচারের ঘোষণা দিয়েছেন মার্ক জাকারবার্গ। চ্যাট ট্রান্সফার করার নিরাপদ ও সহজ একটি ফিচার চালু হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটিতে।
একটি কিউআর কোড দিয়েই এ সুবিধা পাওয়া যাবে। কিন্তু সুবিধাটি পেতে হলে দুটো ডিভাইসে একই অপারেটিং সিস্টেম রাখতে হবে।
শুধু মেসেজই নয় বড় ফাইল বা এটাচমেন্টও এখন সহজেই ট্রান্সফার করে ফেলা যাবে। এখন পর্যন্ত এটিই নিরাপদ উপায়।
অনেকে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে বা ক্লাউডের সুবিধা নিয়ে চ্যাট ট্রান্সফার করেন। সে অনুপাতে নতুন ফিচারটি আরো নিরাপদ ও সহজ হবে।