আজ দেশের রাজধানীতে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৩, ১০:৪১:৫৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ঈদের দ্বিতীয় দিনে সকাল থেকে সব ঠিকঠাক থাকলেও দুপুরে পর থেকে রাজধানীতে হানা দেয় বৃষ্টি। দীর্ঘ সময় বৃষ্টির কারণে বিভিন্ন অলিগলির পাশাপাশি মূল সড়কগুলোতেও সৃষ্টি হয় জলাবদ্ধতা।
শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।
ঈদের দ্বিতীয় দিনে নগরবাসীর নানা পরিকল্পনা থাকলেও তা ভেস্তে যায় বৃষ্টির কারণে। বাইরে বের হয়েই দুর্ভোগে পড়েন তারা। কখনও মুষলধারে আবার কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। দুপুর পেরিয়ে সন্ধ্যা তারপর রাত, নগরবাসীর পিছু ছাড়ছে না বৃষ্টি।
দীর্ঘ সময় এক নাগারে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন অলিগলিতে পানি জমে গেছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে মূল রাস্তাগুলোতেও। এমন পরিস্থিতিতে সামনের দিনগুলোতে জলাবদ্ধতা থেকে নিরসনে আরও গুরুত্ব দেয়ার আহ্বান নগরবাসীর।
পূর্ব কাজীপাড়ায় ছোট একটি খেলনার দোকান রয়েছে মোহাম্মদ শহিদুল্লাহর। সড়কের পানি তার দোকানেও ঢুকে পড়েছে।
দোকান পরিষ্কার করতে করতে তিনি বলেন, ময়লা পানিতে পুরো এলাকা তলিয়ে গেছে। আমার মালামালও নষ্ট হয়ে গেছে। এ ছাড়া বিক্রি তো পুরোপুরি বন্ধ। এর মধ্যে প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। ঈদের সময়ে এভাবে ব্যবসা বন্ধ থাকলে সংসার চালানো কঠিন।
কাজীপাড়ার স্থানীয় বাসিন্দা চৌধুরী সালাম বলেন, ‘পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থা রয়েছে সেখানে খুবই খারাপ অবস্থা। বিভিন্ন কারণে পানি ঠিকমতো সরে যেতে পারে না। ফলে একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় এই এলাকাগুলো।’
এদিকে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে ৬ বিভাগে অতি ভারি বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে। শুক্রবার বিকেলে ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।