আমেরিকার এইচ-১বি ভিসা থাকলেই কানাডা চাকরি ও পড়ার সুযোগ দিচ্ছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৩, ১০:৪৯:২২ অপরাহ্ন
অনুপম প্রবাস ডেস্ক: আমেরিকার এইচ-১বি ভিসা নিয়ে নতুন ভিসার নিয়ম ঘোষণা করল আমেরিকার প্রতিবেশী দেশ কানাডা। সেদেশের অভিবাসন মন্ত্রকের তরফে মঙ্গলবার বিবৃতি দিয়ে জানানো হয়, বিদেশিদের কাছে আমেরিকার এইচ-১বি ভিসা থাকলেই তাঁরা কানাডার (Canada) যেকোনও প্রান্তে চাকরি করতে পারবেন। চাকরির সুযোগ থাকবে তাঁদের পরিবারের সদস্যদের কাছেও। আগামী মাস থেকেই কার্যকরী হবে কানাডার ভিসার নয়া নিয়ম।
এইচ-১বি (H-1B) ভিসার নিয়মে বদলের কথা ঘোষণা হয়। ওয়াশিংটনের রোনাল্ড রেগান বিল্ডিংয়ে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বার্তা দেন মোদি। মার্কিন ওয়ার্ক ভিসা নীতির সরলীকরণ নিয়ে তিনি ঘোষণা করেন, এবার আমেরিকায় বসেই এইচ১বি (H1B) ভিসা রিনিউ করতে পারবেন ভারতীয়রা। শুধু মাত্র এই কাজের জন্যই তাঁদের আর বারবার দেশে ফিরতে হবে না। এর কয়েকদিনের মধ্যেই ভারতীয়সহ সমস্ত এইচ-১বি ভিসা হোল্ডারদের জন্য সুখবর শোনাল কানাডা।
নয়া নির্দেশিকায় বলা হয়েছে, মার্কিন এইচ-১বি ভিসা থাকলেই তিন বছরের জন্য কানাডায় ওয়ার্ক পারমিট মিলবে। সেই অনুমতির ভিত্তিতেই কানাডার যেকোনও প্রান্তে যেকোনও ক্ষেত্রে কাজ করতে পারবেন বিদেশি নাগরিকরা। পড়াশোনা বা চাকরির অনুমতি পাবেন এইচ-১বি ভিসা হোল্ডারের পরিবারের সদস্যরাও। এই ঘোষণার ফলে বিপুল সংখ্যক ভারতীয় উপকৃত হবেন বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।
মূলত প্রযুক্তিগত ক্ষেত্রে চাকরি করতেই বিদেশিদের জন্য এইচ-১বি ভিসা দেয় আমেরিকা।
সেই একই ধরনের কাজের জন্যই এইচ-১বি ভিসা হোল্ডারদের জন্য দেশে কাজের সুযোগ দিতে চাইছে কানাডা। প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রযুক্তি সংস্থাগুলি থেকে ব্যাপক ছাঁটাইয়ের জেরে সমস্যায় পড়েছেন আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা। কানাডার ঘোষণায় খানিকটা স্বস্তি মিলবে তাঁদের।