বড়লেখায় পাবলিকেশন সোসাইটি কর্তৃক প্রবাসী দায়িত্বশীলদের সংবর্ধনা প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৩, ৯:৫৮:২৯ অপরাহ্ন
আশফাক আহমেদ: মৌলভীবাজারের বড়লেখায় সাহিত্য সামাজিক সংগঠন বড়লেখা পাবলিকেশন সোসাইটির প্রবাসী দায়িত্বশীলদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বড়লেখা পাবলিকেশন সোসাইটিরর আয়োজনে ইয়াম্মী প্যারাডাইজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহতাব আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মাতাবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা তাজ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের আজীবন উপদেষ্টা আব্দুল আহাদ,বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দিন, সংগঠনের উপদেষ্টা মুড়াউল প্রাইমারি সরকারি স্কুলের সহকারী শিক্ষক জাকির হোসেন মাস্টার,বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ লিমন,সংগঠনের পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক নিজাম উদ্দিন।
সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান হুমায়ূন রশীদ ইমরান, ভাইস চেয়ারম্যান সাহেদ আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশফাক আহমেদ, সহকারী প্রবাসী বিষয়ক সম্পাদক জুনেদ আহমেদ, যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাছুম আহমেদ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আমিনুল বাবলু,জামিল হোসেন,আকতার হোসেন,আহমেদ জাকারিয়া,পারভেজ আহমেদ, শাহরিয়ার হাসান রাব্বি, আলম হোসাইন, রাহাত আহমেদ, শাকের আহমেদ, জয়নুল ইসলাম অনুষ্ঠানে অতিথিবৃন্দ উনাদের বক্তৃতায় সংবর্ধিত প্রবাসী দায়িত্বশীলদের প্রতি ভিবিন্ন দুর্যোগ কালীন ও বন্যাকালীন সময়ে মানবিক কাজে সহযোগিতার ভুয়শী প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।