আনোয়ারুজ্জামানকে সঙ্গে নিয়ে জাতির পিতার সমাধিতে যুক্তরাজ্য যুবলীগের শ্রদ্ধাঞ্জলী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৩, ৯:৫২:১২ অপরাহ্ন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সাথে নিয়ে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। এ সময় তারা সেখানে ফাতেহা পাঠ করেন এবং মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ফজলুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ খান, সহ-সভাপতি যুগ্ন সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লিটন হাফিজুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, জাবেদুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক মোহাম্মদ আয়াছ আছাবুর রহমান জীবন, লন্ডন মহানগর সভাপতি তারেক আহমদ, সহসভাপতি শাহ মিনার আলী জুবায়ের সিদ্দিকী সেলিম, শেখ শহীদ, লন্ডন যুবলীগের এনাম হোসেন প্রমুখ।—বিজ্ঞপ্তি