ইতালির ভেনিসে আওমীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৩, ৯:৪৮:০৭ অপরাহ্ন
ইসমাইল হোসেন স্বপন, ইতালি: বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগ ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৩ জুন ২০২৩ ইতালির ভেনিসে পালিত হয়।
বাংলাদেশের ১৮ কোটি মানুষ ছড়িয়ে আছে দেশ ও বিদেশের মাটিতে,কিন্তু বিশ্বের যেখানেই বাংলাদেশি কমিউনিটির ব্যক্তিরা আছে, সেখানে রয়েছে আওয়ামীলীগের নেতা-কর্মী ও সমর্থকরা। এরই ধারাবাহিকতায় ইতালি ও ইউরোপসহ বিশ্ব জুড়ে সর্বত্র আওমীলীগের বিশাল কর্মীবাহিনীর অবস্থান দেখতে পাওয়া যায়।
২৩ শে জুন শুক্রবার ইতালির ভেনিসের ঢাকা বিরিয়ানী হাউজের হল রোমে আয়জন করা হয় ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা। ভেনিস আওমীলীগের আহবায়ক জনাব বিল্লাল হোসেন ঢালির সভাপতিত্বে এবং সদস্যসচিব মোস্তাক আহমেদের সন্চালনায় এতে বক্তব্য রাখেন ইতালি আওমীলীগের সহ সভাপতি মতিউর রহমান বুলু ছৈয়াল. জনাব রেহান উদ্দিন দুলাল,বেলাল হোসাইন, মোস্তফা ছৈয়াল কালো, ভেনিস আওমীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রাণবন্ত আলোচনায় আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জিল্লুর রহমান, জাতীয় চার নেতাসহ সকল অতীত এবং ঐতিহাসিক ঐতিহ্য তুলে ধরেন।
সেই সঙ্গে আওমীলীগ সভাপতি মহা নায়ক, স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির কথা তুলে ধরেন বক্তারা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা ৪২ বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে,আওমীলীগের ঐতিহ্য,সৃষ্টিশীলতা,দেশপ্রেম ও উন্নয়নের প্রশংসা করেন সকলে। সভাশেষে কেক কেটে আওমীলীগের ৭৪ তম জন্মদিন পালন করেন ভেনিস সম্মিলিত আওমীলীগের নেতা- কর্মীরা।