পুতিনের বিমান রাডারের বাইরে, গেলেন কই!
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৩, ১০:২৪:২৭ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিমান মস্কো থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই রাডারের বাইরে চলে গেছে বলে খবর দিয়েছে ইউক্রেনের ন্যাশনাল নিউজ এজেন্সি (অনলাইন ইউকেআরইনফর্ম। তারা বলেছে, এই খবর টেলিগ্রামে রিপোর্ট করেছে নেক্সটা।
তাতে আরও বলা হয়, কিয়েভের স্থানীয় সময় শনিবার বিকেল ২টা ৪৫ মিনিটে মস্কো ছাড়ে পুতিনের ব্যক্তিগত বিমান। ম্যাপে বিমানটির ফ্লাইটের যে পথ দেখানো হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিমানটির টেইল নাম্বার আরএসডি৬৯৭। এ তথ্য ওই রিপোর্টে যুক্ত করা হয়েছে। দেখানো হয়েছে, বিমানটি মস্কো থেকে উত্তর-পশ্চিমদিকে উড়ে গেছে। যুদ্ধের সময় অনেক রিপোর্ট পাওয়া যায়। তবে তা যাচাই করা সম্ভব হয় না। এমন অবস্থায় ফ্লাইটরাডার ডাটা উদ্ধৃত করে দ্য মস্কো টাইমস বলেছে, স্থানীয় সময় বিকাল ৩টা ৬ মিনিটে রাডারে অদৃশ্য হয়ে গেছে বিমানটি। তাদের রিপোর্টে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন।
৯৬-৩০০ পিইউ স্পেশাল বিমান মস্কো থেকে স্থানীয় সময় বিকাল ২টা ১৬ মিনিটে সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে উড্ডয়ন করে। বিমানটির গন্তব্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
টিভার অঞ্চলে থাকা অবস্থায় তা রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এই প্রকাশনা আরও জানায়, ভ্লাদিমির পুতিনের একটি বাসভবন টিভার অঞ্চলে। একই সময়ে আরও একটি রিপোর্ট প্রকাশ হয়। তাতে বলা হয়, রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের বিমানও সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে যাত্রা করেছে। আরও কয়েকটি বাণিজ্যিক জেট বিমান রাশিয়ার উত্তরাঞ্চলীয় রাজধানীর পথে রয়েছে। আরও জানানো হয়েছে, মন্ত্রীপরিষদের সবচেয়ে সম্পদশালী সদস্য উপপ্রধানমন্ত্রী ডেনিস ম্যানতুরভ এরই মধ্যে রাশিয়া ত্যাগ করেছেন। এর আগে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দমিত্রি পেসকভ বলেছিলেন, ক্রেমলিনে কাজে ব্যস্ত পুতিন।