রাশিয়ায় থমথমে পরিস্থিতি, ওয়াগনার গ্রুপের সশস্ত্র বিদ্রোহ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৩, ১:৫৫:৩১ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়াজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দেশটির প্রধান কিছু শহরে বাড়তি নিরাপত্তা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন আজ শনিবার অঙ্গীকার করেছেন, তিনি দেশটির সেনাবাহিনীর নেতৃত্বের পতন ঘটাতে যা কিছু করা দরকার করবেন।
ইয়েভজেনি প্রিগোজিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাদের পথে কেউ বাধা দিলে তার বাহিনী তাদের ধ্বংস করবেন।
নতুন এক অডিও বার্তায় তিনি বলেছেন, আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং এর শেষ পর্যন্ত যাবো।
পুতিনের এ ঘনিষ্ঠ মিত্র আরও বলেছেন, তার বাহিনী ইতোমধ্যে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে প্রবেশ করেছে।
এর আগে গতকাল শুক্রবার প্রিগোজিন অভিযোগ করেন, ইউক্রেনে তার যোদ্ধাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। তিনি দাবি করেন, এই হামলায় তার বহু যোদ্ধা নিহত হয়েছে। তবে তিনি তার এ অভিযোগের ব্যাপারে কোন প্রমাণ দেননি। যারা এই হামলা করেছে তাদের শাস্তি দেয়ার শপথ নিয়েছেন বলে জানান তিনি।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মিসাইল হামলার কথা অস্বীকার করেছে। সেইসঙ্গে ওয়াগনার প্রধানকে সবরকম ‘অবৈধ কার্যক্রম’ বন্ধের আহ্বান জানায়। ইতোমধ্যে ক্রেমলিন তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের অভিযোগ এনেছে।
শনিবার সকালে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওয়াগনারের সৈন্যরা রাশিয়ার শহর রোস্তভ-অন-ডনে প্রবেশ করছে।