‘চেতনায় বাংলাদেশ’-র রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৩, ১১:৪১:৩৩ অপরাহ্ন
চেতনায় বাংলাদেশ এর উদ্যোগে শুক্রবার ইলফোর্ডের লাইব্রেরী হলে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হয়। মীরা বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থাপনা করেন বিশিষ্ট সংগীতশিল্পী জি এইচ রাশেল।
সংগঠনের কালচার সেক্রেটারী ও বিলেতের বিশিষ্ট জনপ্রিয় কন্ঠশিল্পী, গীতিকার, সুরকার এবং নির্দেশক হীরা কানচন হীরকের পরিচালানায় বিলেতে বেড়ে উঠা ছোট ছোট শিশুরা গান, নাচ এবং কবিতা আবৃতি পরিবেশেনের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয় এবং অনুষ্ঠানে বড়দের দ্বারাও একই নির্দেশনায় দলীয় ও একক সংগীত এবং কবিতা পরিবেশিত হয়।
প্রধান অতিথি হিসাবে ছিলেন গোলাম মোস্তফা(উদিচি ইউকে)। প্রধান বক্তা অত্র সংস্হার চিফ এডভাইজার ব্যারিষ্টার চৌধুরী মোঃ জিনাত আলী বক্তব্য রাখেন। কবিতা আবৃতি করেন সংস্থার প্রধান উপদেষ্টা বিশিষ্ট সলিসিটর সাকিবা পারভিন ডরিন, অক্সফোর্ড থেকে আগত বিশিষ্ট শিক্ষক আশিকা মৌ এবং গান পরিবেশন করেন অত্র সংস্থার কালচার সেক্রেটারী ও বিশিষ্ট আন্তর্জাতিক জনপ্রিয় সংগীত শিল্পী হীরা কানচন হীরক, জি এইচ রাসেল, প্রিয়াংকা বড়ুয়া, লীলা ভৌমিক, সুপ্তা বড়ুয়াসহ অনেকে।
নৃত্য পরিবেশন করেন সংস্থাটির মেম্বার গংগা রায়। আর সংস্থার কালচার সেক্রেটারি এবং জেনারেল সেক্রেটারীর লুৎফর নাহার হীরার অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সুষ্টভাবে সমাপ্ত করা হয়।—বিজ্ঞপ্তি