সিসিক নির্বাচনে ৮ মেয়রপ্রার্থী কে কত ভোট পেলেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৩, ১২:১০:৪৪ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেট সিটি করপোরেশনের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পেয়ে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী ছিলেন।
বুধবার (২১ জুন) রাত ৯টার পর ১৯০টি কেন্দ্র থেকে পাওয়া ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. ফয়সল কাদের। তার স্বাক্ষরিত ফলাফলপত্র অনুযায়ী আনোয়ারুজ্জামানের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।
জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪০৫ ভোট।
স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হানিফ কুটু ঘোড়া প্রতীকে ৪ হাজার ২৯৬ ভোট, মো. ছালাহ উদ্দিন রিমন ক্রিকেট ব্যাট প্রতীকে ২ হাজার ৬৪৮ ভোট, মো. শাহজাহান মিয়া বাস প্রতীকে ২৯ হাজার ৬৮৮ ভোট ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা হরিণ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৫৯ ভোট।
ওদিকে ভোট বর্জন করা ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান হাতপাখা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৭৯৪ ভোট।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ চলে। ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের থেকে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল।
সিলেট সিটিতে মেয়র পদে ৮ জন, ৪২টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭৩ জন এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০, নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন এবং ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন।