সিসিক ও রাসিক: দুই সিটিতেই এগিয়ে নৌকা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৩, ৭:০৯:৪৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রাথমিক ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা এগিয়ে রয়েছেন। সবশেষ প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, সিলেটে ৯০টি কেন্দ্রে নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন ৫৪ হাজার ৬১০ ভোট। অন্যদিকে লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ২০ হাজার ৫৮৮ ভোট। সিলেটে মোট কেন্দ্র ১৯০।
এদিকে রাজশাহীতে ১৫৫টি কেন্দ্রের মধ্যে ২৬ কেন্দ্রের ফলাফল জানা গেছে। এতে দেখা যায়, নৌকা প্রতীকের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ২৪ হাজার ৮১৫ ভোট পেয়েছেন। আর লাঙল প্রতীকের সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১ হাজার ৩৯২ ভোট।
এর আগে বুধবার সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ইভিএমে ধীরগতির কথা জানান ভোটাররা। তবে প্রিজাইডিং কর্মকর্তারা জানান, নারী ভোটাররা ইভিএমে ভোট দিতে বিলম্ব করেন। বয়স্কদের আরও বেশি সময় লাগছে।
সব কেন্দ্রের ভোট পরিস্থিতি সিসি ক্যামেরায় মনিটরিং করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের মনিটরিং সেল থেকে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, আনন্দমুখর পরিবেশ সম্পন্ন হয়েছে। আধাঘন্টা প্রবল বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত হয়েছে। তবে ভোটগ্রহণ বন্ধ হয়নি। স্বাভাবিকভাবেই নির্বাচন হয়েছে। আমরা যে কারণে সন্তুষ্ট বোধ করছি, কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেটা নির্বাচনে প্রত্যশা থাকে, ভোটার অবাধে এসে ভোট দিতে পারেন কি-না, সেই প্রশ্নে আমরা বলব, তারা এসেছেন। অবাধে ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও বাধাপ্রাপ্ত হওয়ার খবর আমরা পাইনি। আমরা মনে করি সার্বিকভাবে আজকের নির্বাচন ভালো হয়েছে।