বিশাল ব্যবধানে জয়ের পথে আনোয়ারুজ্জামান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৩, ৭:৪০:৫৬ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেটে কাংখিত বিশাল জয়ের পথেই আছেন সরকারি দল আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। বুথফেরত অ্যাজেন্ট অন্যান্য সূত্র এমনটাই ইঙ্গিত দিচ্ছে।
ইতিমধ্যে ২২নং ওয়ার্ডের বাংলাদেশ ব্যাংক স্কুল কেন্দ্রের মেযর পদে ফলাফল জানা গেছে। একেন্দ্রে নৌকা পেয়েছে ২৮১ ভোটের বিপরীতে লাঙল পেয়েছে মাত্র ৯৪টি ভোট। আবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে নৌকা পেয়েছে ৬২৩ আর লাঙল পেয়েছে ২১৩ ভোট।
১৭৬ কেন্দ্রের ফলাফল : নৌকা ১ লক্ষ ৯ হাজার ১৯৬, লাঙ্গল ৪৮ হাজার ১৪৪
প্রায় সবগুলো কেন্দ্রেই এমন বিশাল ব্যবধানে নৌকার জয় হবে বলে বুথ ফেরত রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে।
বুধবার সকাল ৮টা থেকে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। তবে কিছুকিছু কেন্দ্রের লাইনে থাকা ভোটারদের ভোটগ্রহণ এখনো চলছে।
এবার মেয়র পদে ৮ জন, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭২ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১৯০টি কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) ১ হাজার ৩৬৪টি।