বানের স্রোতে ভেসে যাওয়া সেই মা উদ্ধার, দুই সন্তান নিখোঁজ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৩, ৩:৩০:১৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় বানের পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ থাকা মা দুর্লভ রানী দাসের (৩০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনও তার ২ শিশু নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব।
প্রসঙ্গত, সোমবার (১৯ জুন) সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ডুবন্ত সড়ক পার হওয়ার সময় পানির স্রোতে ভেসে যান দুই সন্তানসহ মা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাল্লা সরকারি কলেজ সংলগ্ন সেতুর নিচে এই ঘটনা ঘটে।