সিলেটে ঢাকায় ভূমিকম্প
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৩, ১১:৫৬:১৫ অপরাহ্ন
সিলেট অফিস: ১০.৪৭ মিনিট ভূমিকম্প হয়েছে সিলেটে। ১০.৪৮ মিনিটে ঢাকায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে।
সিলেটে কম্পন প্রথমে ধীর, কয়েক সেকেণ্ড পর স্পষ্ট দুলে উঠলো ঘর-বাড়ি — তারপর ধীরে প্রায় ২০ সেকেণ্ড পর থামলো।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণাগার ও গবেষণা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা সঞ্জয় বিশ্বাস এই তথ্য নিশ্চিত করে জানান, বেলা ১০ টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫। এর উৎপত্তিস্থল সিলেট থেকে ২৩ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত সীমান্তে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।




