বিশ্বনাথে জামেয়া মদিনাতুল উলুম মাদ্রাসার কমিটি গঠন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৩, ৫:৫৪:২০ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার ইলামেরগাঁও গ্রামে প্রতিষ্ঠিত জামেয়া মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১১ জুন) দুপুরে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সবার সর্বসম্মতিক্রমে শাহাদাত আলী’কে সভাপতি, আব্দুস ছালাম’কে সহ সভাপতি ও হাফিজ নুরুজ্জামান’কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ঠ ওই নতুন কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মোহাম্মদ জামাল মিয়া, ইসলাম উদ্দিন, সিরাজুল ইসলাম, মুক্তার হুসাইন, আব্দুল আহাদ, রুহুল আমিন অপু, সাইদুর রহমান।
পাঠাকইন মাদ্রাসার শিক্ষক মুফতি ফারুক আহমেদ’র সভাপতিত্বে ও জামেয়া মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফিজ জাকির হোসেন’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষক হাফিজ আলী আকবর ও স্বাগত বক্তব্য রাখেন- পাঠাকইন মাদ্রাসার শিক্ষক মুফতি লুৎফুর রহমান।
এসময় সভায় উপস্থিত ছিলেন- আব্দুস ছালাম, কদ্দুছ আলী, সাহাদত আলী, সিরাজ আলী, ইসলাম উদ্দিন, আব্দুল আহাদ, জাইয়ুম আহমদ, মাসুম আলী, শিক্ষক মাওলানা নূরুজ্জামান, মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন, সিরাজুল ইসলাম, হাফিজ আফতাব উদ্দিন প্রমুখ।



