‘গেটের সামনে গেলেই আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৩, ১১:১২:৩৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে থাকা ইসলামি আন্দোলন বাংলাদেশের কর্মীরা অভিযোগ করেন- তাদের দাঁড়াতে দিচ্ছে না আওয়ামী লীগের কর্মীরা।
হাতপাখার কর্মী মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা দাঁড়ালেই সরিয়ে দিচ্ছে। ওরা ৮-১০ জন গেটের সামনে সব সময় দাঁড়িয়ে আছে। আশেপাশে আছে আরো কয়েকজন। আমরা গেটের সামনে গেলেই তাড়ায় দিচ্ছে। তিনি আরও বলেন, পুলিশকে জানাইলেও কোন কাজ হচ্ছে না।
গেটের সামনে নৌকার আইডি কার্ড থাকা আলী হোসেন বলেন, আমরা কেন বাধা দেব? এই কথা বলার সময় হাতপাখার কর্মীরা এলে পিছনে থাকা কর্মীরা হই দিয়ে তাড়িয়ে দেন। এসময় বলতে শোনা যায়, এই সাংবাদিক আছে, এখন থাক।
দায়িত্বরত পুলিশ সদস্য এসময় বলেন, এমন কোন অভিযোগ আমরা পাই নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।




