ফাঁকা মাঠে পড়ল বিমানটি(ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৩, ৫:২৭:৫৮ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: আবার ভারতীয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। বৃহস্পতিবার কর্নাটক রাজ্যের চমরাজনগরে একটি ফাঁকা মাঠে ভেঙে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। তবে বিমানের দুজন ক্রু অক্ষত রয়েছেন।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে ভারতীয় বিমান বাহিনীর দুজন ক্রু ছিলেন। বিমানটি ভেঙে পড়ার আগেই তারা নিরাপদে প্যারাশুটের সাহায্যে মাটিতে নেমে আসেন। তারা অক্ষত রয়েছেন।
এছাড়া দুর্ঘটনায় স্থানীয় কারো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে বিমান বাহিনী।
খবরে বলা হয়, প্রশিক্ষণের সময় মাঝ আকাশে গোলযোগ দেখা দিলে বিমানে থাকা দুই পাইলটই বিমান থেকে ইজেক্ট করে যান। পরে নিয়ন্ত্রণহীনভাবে বিমানটি একটি ফাঁকা মাঠে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে বিমানের ভাঙা যন্ত্রাংশে।
স্থানীয়রা ফায়ার সার্ভিস ও প্রশাসনকে খবর দিলে তারা এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
এর আগে গত ৮ মে ভারতীয় বিমান বাহিনীর মিগ ২১ যুদ্ধবিমান ভেঙে পড়ে রাজস্থানের হনুমানগড়ে। এতে তিন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়।
এর কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার হেলিকপ্টার ভেঙে পড়ে। এতে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়। এ দুই দুর্ঘটনার রেশ না কাটতেই ফের দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান।
#WATCH | A Kiran trainer aircraft of the #IAF crashed near Chamrajnagar, #Karnataka today, while on a routine training sortie. Both aircrew ejected safely. A Court of Inquiry has been ordered to ascertain the cause of the accident: Indian Air Force
📹 ANI pic.twitter.com/fiP5nm9bSY
— Hindustan Times (@htTweets) June 1, 2023