দেশে করোনা আক্রান্ত বাড়ছে ফের!
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৩, ৬:২২:০১ অপরাহ্ন
অনুপম স্বাস্থ্য ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়নি কারও। গতকালও এক দিনে ১৫৯ জন কোভিড রোগী শনাক্ত হয়েছিল। এ নিয়ে টানা দুদিন একশর বেশি করোনা রোগী শনাক্ত করে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮২৬টি নমুনা পরীক্ষা করে ১১৪ জন নতুন রোগী শনাক্ত হয়। এতে শনাক্তের হার হয়েছে ৬ দশমিক ২৪ শতাংশ। যা আগের দিন যা ৫ দশমিক ১৩ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৯ হাজার ২৪৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা ২৯ হাজার ৪৪৬ জন অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৬ জন কোভিড রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ২৪৯ জন।
গত একদিনে শনাক্ত রোগীদের ১০৮ জনই ঢাকার বাসিন্দা। এছাড়া সিলেটে দুইজন এবং নারায়ণগঞ্জ, জামালপুর, রাজশাহী, রংপুরে ১ জন করে নতুন রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ।