আইফোন ১৫ প্রো ম্যাক্স সেপ্টেম্বরেই, যা থাকছে এতে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৩, ৯:৪২:৩১ অপরাহ্ন
অনুপম প্রযুক্তি ডেস্ক: অ্যাপল তাদের আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেল কিছু উল্লেখযোগ্য সংযোজন নিয়ে উন্মোচনের পরিকল্পনা করছে। হাতে সময় নেই খুব বেশি। কারণ আসছে সেপ্টেম্বরেই অ্যাপল নতুন মডেলের আইফোন নিয়ে ভক্তদের সামনে হাজির হবে।
অ্যাপল প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক এপ্রিলে ভারত সফরে মুম্বাই ও দিল্লিতে দুটি অ্যাপল স্টোর খুলেছে। ফলে অ্যাপল এবারে দক্ষিণ এশিয়ার অ্যাপল ভক্তদের জন্য ডিজাইনে নতুন সংস্করণ আনবে বলে বাজার গবেষকেরা অভিমত দিয়েছেন। তাই ‘বাটন’ থাকার বিষয়ে সত্যিকার অর্থেই আগে থেকে নিশ্চিত কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া কঠিন।
বহুল আলোচিত ফিচারের একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। যা প্রো ম্যাক্স ভ্যারিয়েন্টের জন্য এক্সক্লুসিভ হবে বলে আশা করা হচ্ছে। ক্যামেরায় থাকবে ৬এক্স অপটিক্যাল ম্যাগনিফিকেশন সুবিধা। যা ডিভাইসের জুম ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে।
খবরে প্রকাশ, আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলে ইউএসবি টাইপ-সি পোর্ট থাকবে। যা অ্যাপলের ঐতিহ্যবাহী লাইটনিং পোর্টের বদলে ব্যবহৃত হবে। নতুন এ পরিবর্তন কানেক্টিভিটি অপশনকে আরও গুণগত করবে। আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলে পারফরম্যান্সের বিচারে অ্যাপলের (এ১৭) বায়োনিক চিপ থাকবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। যা ৩ ন্যানোমিটার আকৃতির। আপগ্রেড করা প্রসেসরে এনহ্যানসড গতি এবং এফিসিয়েন্সি থাকবে। ডিভাইসটি ৮ জিবি এলপিডিডিআর৫ র্যামের সুবিধা নিয়ে আসবে। যা অতীতের যে কোনো মডেলের তুলনায় গতি ও কার্যক্ষমতাকে নতুন মাত্রা আনবে।
আইফোন নতুন প্রজন্মের মডেলে থাকা (এম১২) ওলেড প্যানেল প্রযুক্তির দেখা মিলবে। নব্য ঘরানার ডিসপ্লে প্রযুক্তিটি পরীক্ষার ওপর ভিত্তি করে চমৎকার ফল দেখিয়েছে। ফিফটিন প্রো ম্যাক্স ডিসপ্লে ব্রাইটনেস লেভেল ও টেকনো এনহ্যান্সমেন্টে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। যদিও ডিসপ্লের আকারে সামান্য কিছুটা ভিন্নতা আসবে তা প্রায় নিশ্চিত।
সবশেষ আইফোন (১৪ প্রো ম্যাক্স) ১৬০.৭ মিলিমিটারের তুলনায় ১৫৯.৮ মিলিমিটারের উচ্চতা আর ৭৭.৬ মিলিমিটারের পরিবর্তে ৭৬.৭ মিলিমিটার প্রস্থের দেখা মিলবে বলে কয়েকটি খবরের সূত্র দাবি করেছে। তবে ডিসপ্লের ঠিকঠাক কতটুকু পরিবর্তন আসবে তা এখনও সুনিশ্চিত নয়।
টুইট মাধ্যমে প্রকাশ, ফিফটিন প্রো ম্যাক্স মডেলের অবয়বে আমূল কোনো পরিবর্তন না আসলেও তা আগের চেয়েও দৃষ্টিনন্দন কিছু বাড়তি সুবিধা দেবে। ক্যামেরা প্রযুক্তিতে থাকবে ৪৮ মেগাপিক্সেল রেজ্যুলেশনসমৃদ্ধ সনি আইএমএক্স৮০৩ ক্যামেরা সেন্সর।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সময়ে অ্যাপল অ্যাপে তার সফল ব্যবহার করবে সেটাই স্বাভাবিক বলে বিশেষজ্ঞদের ধারণা। থাকবে ১ থেকে ১.২৮ ইঞ্চির কোয়াড-বেয়ার ক্যামেরা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্যামেরা সেন্সরে পরিবর্তন আসবে তা খবরে আলোচিত। তবে খুব বেশিকিছু পরিবর্তন নজরে আসবে না। যতটুকু পরিবর্তন আসবে তা সেন্সর, অবয়ব ও ক্যামেরায়। তবে স্বাভাবিকভাবে সে পরিবর্তন অনুমেয় বা দৃশ্যমান হবে না।
কনটেন্ট স্টোরেজে বেশকিছু বাড়তি পাওনা উপভোগ্য হতে পারে। তবে সীমাবদ্ধতাও থাকবে কিছুটা। আর বাটন নিয়ে যতটা বিতর্ক ছড়িয়েছে শেষমেশ অ্যাপল ভিন্ন কোনো সংস্করণে বাটন রেখে দেবে কি না তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।