৩০ সেকেন্ডে ভোট শেষ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৩, ৭:০৩:৫১ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: স্থানীয় নির্বাচনে একটি পুরো স্প্যানিশ গ্রাম ৩০ সেকেন্ডেরও কম সময়ে ভোট দিয়েছে। লা রিওজা প্রদেশের একটি ছোট গ্রাম ভিলারোয়ার সাতজন নিবন্ধিত ভোটার তাদের নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছেন। এর আগে তারা ৩২ সেকেন্ডে ভোটপর্ব শেষ করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে ৩০ সেকেন্ডে ভোট দিলেন। সালভাদর পেরেজ, ১৯৭৩ সাল থেকে এই অঞ্চলে মেয়র পদে রয়েছেন। তিনি স্প্যানিশ মিডিয়াকে বলেন, “আমি জানি না আমি সাতটি ভোট পাব কিনা, তবে আমি নিশ্চিত যে আমি পাব।”
পেরেজ বলেছেন যে, ভিলারোয়ার বাসিন্দারা “খুব ভাল প্রশিক্ষিত” এবং আজ সকালে ভোট শুরু হওয়ার সাথে সাথেই তারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত। কোন গ্রাম কত আগে ভোট দেবে, এই নিয়ে স্পেনের গ্রামগুলির মধ্যে প্রতিযোগিতা চলে। স্পেনের আরও একটি গ্রাম ইলান দে ভাকাসের সঙ্গে প্রতিযোগিতা করেছেন ভিলারোয়ার বাসিন্দারা। ইলান দে ভাকাস গ্রামের ভোটারের সংখ্যা ৩ জন। পেরেজের মতে তাদেরকে টেক্কা দিয়েই ৩০ সেকেন্ডে ভোট দিয়ে নজির গড়েছেন ভিলারোয়ার বাসিন্দারা।
স্পেনের স্থানীয় নির্বাচনকে বছরের শেষে সংসদীয় নির্বাচনের জন্য একটি পরীক্ষামূলক প্রতিযোগিতা হিসাবে দেখা হচ্ছে। দেশের ১৭টি আঞ্চলিক সংসদের মধ্যে ১২টি এবং ৮,০০০ টাউন ও সিটি হলে প্রতিদ্বন্দ্বিতা চলছে ।




