মানুষের মস্তিষ্কে ‘ব্রেন চিপ’ বসানোর অনুমতি পেয়েছে মাস্কের কোম্পানি(ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৩, ১০:৫৬:১২ অপরাহ্ন
অনুপম বিজ্ঞান ডেস্ক: মানুষের মস্তিষ্কে চিপ স্থাপন করে পরীক্ষা-নিরীক্ষার অনুমতি পেয়েছে ইলন মাস্কের মালিকানাধীন ব্রেইন-চিপ নির্মাণ কোম্পানি নিউরালিংক।
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যবসায়ীর কোম্পানিকে এ অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। তারা এফডিএর অনুমোদন হাতে পেয়েছে বলে জানিয়েছে নিউরালিংক।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, এফডিএর কাছ থেকে প্রথম ইন-হিউম্যান ক্লিনিক্যাল স্টাডি শুরুর অনুমোদন পেয়েছে সংস্থাটি। একইসঙ্গে কম্পিউটারের সঙ্গে মস্তিষ্কের সংযোগ স্থাপন করে মানুষের দৃষ্টিশক্তি এবং গতিশীলতা পুনরুদ্ধার করতে সাহায্য করতে চায় সংস্থাটি।
মূলত মোবাইল ও কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ততা ও দৃষ্টিহীনতাসহ কিছু নির্দিষ্ট অবস্থা বা রোগের চিকিৎসায় ব্যবহার করা যাবে এমন চিপ তৈরি করতে চায় নিউরালিংক। বৃহস্পতিবার নিউরালিংকের টুইটারে লেখা হয়, ‘একদিন আমাদের প্রযুক্তি বহু মানুষের উপকারে লাগবে।’ ইতোমধ্যে শূকর ও বানরের মস্তিষ্কে নিউরালিংক ডিভাইস সফলতার সঙ্গে স্থাপন করা হয়েছে। ডিভাইসটি স্থাপন ও অপসারণ সম্পূর্ণ নিরাপদ বলে দাবি সংস্থাটির।
নিউরালিংক আশা করে-
… to use its microchips to treat conditions such as paralysis and blindness, and to help certain disabled people use computers and mobile technology.
The chips – which have been tested in monkeys – are designed to interpret signals produced in the brain and relay information to devices via Bluetooth.
এর আগেও এফডিএর অনুমোদন চেয়েছিল নিউরালিংক। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেবার অনুমোদন দেওয়া হয়নি। ২০১৬ সালে নিউরালিংকের পক্ষ থেকে বলা হয়, ২০২০ সালের মধ্যে মানুষের মস্তিষ্কে চিপ বসাতে শুরু করবে তারা।
২০১৯ সালে আবারও বলা হয়েছিল, ২০২২ সালের মধ্যে শুরু করবে তারা। কারণ ওয়ালস্ট্রিট জার্নালকে ইলন মাস্ক জানিয়েছিলেন, ২০২২ সালের কোনো এক সময়ে নিউরালিংক মানবদেহে চিপ স্থাপন করবে। বলা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে এ বছরই মাস্কের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে।