মন্টিফিউরি সেন্টার পুনরায় কামিউনিটি হাব হিসেবে বহাল রাখার আহবান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৩, ৯:৪২:৪০ অপরাহ্ন
টাওয়ার হ্যামলেটস্ এ ব্রিটিশ বাংলাদেশীদের কাছে একটা সুপরিচিত নাম মন্টিফিউরি সেন্টার যা কয়েক যুগ ধরে শিক্ষা, সংষ্কৃতি এবং সামাজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু বিগত কয়েক বছর ধরে কমিউনিটির কোন অনুষ্ঠানের বুকিং না নেয়া এবং উইকএন্ড এ খোলা না থাকার কারণে এটি স্থবির হয়ে পড়েছে।
গত ২৫ মে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের নব নির্বাচিত স্পিকার কাউন্সিলর জাহেদ চৌধুরী, স্পিটালফিল্ডস ও বাংলাটাউন ওয়ার্ডের কাউন্সিলর এবং কেবিনেট মেম্বার কাউন্সিলর কবির হোসেন এবং কেবিনেট মেম্বার কাউন্সিলর সুলুক আহমেদ এর সাথে মন্টিফিউরি সেন্টার টেন্যান্ট এসোসিয়েশন এর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
টেন্যান্ট এসোসিয়েশন এর চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ইউ কে বিসিসিআই এর ফাউন্ডিং প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিএ-র সভাপতিত্বে এবং হ্যামলেটস্ ট্রেনিং সেন্টার এর প্রতিষ্ঠাতা এবং শিক্ষাবিদ জামাল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন লন্ডন ভিস্টা কলেজের প্রিন্সিপাল ডক্টর নেইতান ভিলা, লন্ডন ট্রেনিং সেন্টার এর পরিচালক আব্দুল হক হাবীব, রেইনবো ফিল্ম সোসাইটি এর পরিচালক মস্তফা কামাল এবং আপ্যাসেন ডে সার্ভিস এর মন্টিফিউরি সেন্টার কোর্ডিনেটর জসিম আহমেদ।
অনুষ্ঠানে টেন্যান্ট এসোসিয়েশন এর নেতৃবৃন্দ কমিউনিটির স্বার্থে মন্টিফিওরে সেন্টার এর সংস্কার কাজ অনতিবিলম্বে সম্পন্ন করে পুনরায় কমিউনিটি এর প্রয়োজনে অগ্রাধিকার দেওয়ার জন্য আহবান জানান।-বিজ্ঞপ্তি