কেমুসাসে আলোচনা সভা: কোটি মানুষের আবেগ কাজী নজরুল – কবি কালাম আজাদ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৩, ২:২৯:৫৫ অপরাহ্ন
সিলেট অফিস: বিশিষ্ট কবি, কালাম আজাদ বলেছেন, কাজী নজরুল ইসলাম বিশ্ব স্বীকৃত একজন প্রতিভা। নজরুলই প্রথম মুসলিম কবি যিনি সাহিত্যে মুসলমানদের অস্তিত্বের জানান দিয়েছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে (২৫ মে) বৃহস্পতিবার বাদ মাগরিব নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে নিবেদিত কবিতাপাঠ, আলোচনা সভা ও ১১৫২তম সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে কবি কালাম আজাদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাঙালি মুসলমান যে বাংলা বলতে পারে, লিখতে পারে এর প্রথম প্রমাণ নজরুল ইসলাম। তাকে জানতে হলে, ভালোভাবে পাঠ করতে হবে। নজরুল সমগ্র রাখতে হবে ঘরে। যাতে পরবর্তী প্রজন্মও নজরুলকে চিনতে পারে। আমরা কেউই নজরুল হতে পারব না। কিন্তু সবাই মিলে একজন নজরুল হতে পারি।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক মাহবুব মুহম্মদের সভাপতিত্বে ও মাজহারুল ইসলাম মেননের পরিচালনায় আসরে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, কার্যকরী সদস্য জাহেদুর রহমান চৌধুরী। লেখাপাঠের উপর আলোচনা করেন কবি হুসাইন ফাহিম।
আসরে স্বরচিত লেখাপাঠ করেন শাহ আলমগীর, আতাউর রহমান বঙ্গী, গাজী দেওয়ান আব্দুস কুদ্দুস শমশাদ, জুবায়ের আহমদ সার্জন, শাহ সারওয়ার আলী, হোসাইন সোহাগ, সিরাজুল হক, কবির আশরাফ, সৈয়দ রেজাউল হক, ছয়ফুল আলম পারুল, বেলাল আহমদ চৌধুরী, মোয়াজ আফসার। গান পরিবেশন করেন কোবাদ বখত রুবেল, সাজিদুর রহমান সাজিদ, বাহা উদ্দিন বাহার। আসরের শুরুতে কোরআন তিলাওয়াত করেন কেমুসাসের জীবন সদস্য কামাল আহমদ।-বিজ্ঞপ্তি