প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৩, ১২:৫৩:২০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) রাজশাহীর হড়গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
আরএমপির কমিশনার মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৯ মে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। ওই সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।
এ ঘটনায় রোববার (২১ মে) রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আসামি করে থানায় মামলা হয়েছে।