কুয়ারপার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে-র মত বিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৩, ৫:০৭:৪৯ অপরাহ্ন
কুয়ারপার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে ২৩ মে মংগলবার হোয়াইট চাপেল রোডে সোনারগাঁও রেষ্টুরেন্টে সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সময় টিভির সিলেট বুরো প্রধান ইকরামুল কবিরের সাথে মত বিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সংগঠনের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ ও যুগ্ম সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ ইসলাম শাহীনের যৌথ পরিচালনায় এ অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম শানুরের পবিত্র কোরআন তেলায়াত করেন।
সভায় বক্তব্য রাখেন সিলেট হার্ট ফাউন্ডেশনের যুক্তরাজ্য কমিউনিটির সাধারণ সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল, সংগঠনের সহ সভাপতি সোহেল চৌধুরী, যুক্তরাজ্য জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, ওয়াক পারমিট ক্লাউড এর সত্বাধিকারী ব্যারিস্টার লুৎফর রহমান, কমিউনিটি ব্যক্তি মোছলেহুজামান।
উক্ত মত বিনিময় সভায় বাংলাদেশ থেকে আগত দুজন অতিথিকে স্বাগত জানাতে মতবিনিময় সভায় যোগ দেন হোমলেন্ড ইন্সুইরেন্স কোম্পানী বাংলাদেশের চেয়ারম্যান এম এ রাজ্জাক, আইটি ইঞ্জিনিয়ার শাহনুর রেজা চৌধুরী, ফজলুল হক, আবুল কালাম, আব্দুল মুকিত, আব্দুল মতলিব চৌধুরী, আলবাব আহমেদ, সংগঠনের যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম শানুর, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য ববি ইসহাক, সহ প্রচার সম্পাদক আবু তারেক, আলমগীর সুমন সহ কমিউনিটির নেতৃবৃন্দ।
অতিথিরা কুয়ারপার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের মহতি কাজের জন্য ভূয়সি প্রশংসা করেন এবং কুয়ারপার এলাকার যুক্তরাজ্যে প্রবাসীদের প্রতি সংগঠনের কার্যক্রমের জন্য কৃতজ্ঞ প্রকাশ করেন।
উক্ত মত বিনিময় সভায় সভায় সংগঠনের অগ্রগতি ও ফান্ড সংগ্রহ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।সবশেষে নৈশভোজে আপ্যায়ন করা হয়।-বিজ্ঞপ্তি