সিসিক নির্বাচন: নৌকার মেয়রপ্রার্থী মনোনয়ন জমা দিলেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৩, ৮:১৫:৪৮ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী আজ ২৩ মে মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এরআগে বেলা ১২টার দিকে শতাধিক নেতাকর্মী নিয়ে সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে যান আনোয়ারুজ্জামান চৌধুরী।
এ সময় দলের ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা–কর্মীকে সেখানে উপস্থিত দেখা গেছে। পরে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। এ সময় তাঁর সঙ্গে শতাধিক নেতা-কর্মী সেখানে যান। এই নেতা–কর্মীদের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজাত আলী, সাংগঠনিক সম্পাদক রণজিত সরকার, মহানগর যুবলীগের সভাপতি আলম খান, সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিক, বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচন থেকে সরে যাবার কারণে দৃশ্যত আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয়ের পথ মসৃণ। ইতিমধ্যে বিএনপির সাবেক নেতা শামসুজ্জামান জামানও ইতিবাচক বক্তব্য দিয়েছেন আনোয়ারুজ্জামানের পক্ষে। দলের নেতারাও বিভেদ ভুলে আনোয়ারের পক্ষ মাঠে নেমেছেন।