বিশ্বনাথে মোটর সাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৩, ১১:১০:২৩ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে পৌর এলাকার জাহারগাঁও গ্রামের কাছে ‘বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে’ মোটর সাইকেল দূর্ঘটনায় সুরমান আলী ঝুমন (২৭) নামের এক যুবক। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সত্তিস নোয়াগাঁও গ্রামের মৃত আনফর আলীর পুত্র। পেশায় সুরমান একজন সোনার কারিগর।
আরও পড়ুন >>>পূর্ব লন্ডনে বিশ্বনাথের বাউসি কাশিমপুর হাইস্কুলের ছাত্রছাত্রীদের পুনর্মিলনী উপলক্ষে সভা
সোমবার (২২ মে) সকালে ছোট ভাই কাওছার আহমদের সাথে মোটর সাইকেল যোগে বিশ্বনাথ আসার পথিমধ্যে জাহারগাঁও গ্রামের কাছে সড়ক দূর্ঘটনার শিকার হন সুরমান। এতে তারা দু’জনই আহত হন। এরমধ্যে গূরুত্বর আহত অবস্থায় সোনার কারিগর সুরমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টার দিকে সুরমান মৃত্যুবরণ করে।
সুরমানের মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্নীয়-স্বজনসহ এলাকাবাসী নদ্র-ভদ্র সুরমানের জন্য বিলাপ করছেন। তবে সড়ক দূর্ঘটনায় আহত সুরমানের ভাই চিকিৎসা গ্রহন করে বর্তমানে বাড়িতে অবস্থান করছে।



