সিসিক নির্বাচন: মেয়র পদে আরও ৩, মোট ১১ জন মনোনয়ন সংগ্রহ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৩, ১১:৩৮:০৮ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে রোববার আরও তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের নিয়ে মেয়র পদে মোট ১১ জন মনোনয়নপত্র কিনেছেন বলে জানা গেছে।
রোববার মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন মো. শাহজাহান মিয়া, মোশতাক আহমেদ রউফ মোস্তফা ও মো. জহিরুল আলম। তারা তিনজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন। এছাড়া এ পর্যন্ত কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ৪৪৩ জন।
গত ২৭ এপ্রিল থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়। ২৩ মে পর্যন্ত সিলেটে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান- রোববার পর্যন্ত মেয়র পদে মনোনয়ন কেনা ১১ জনের মধ্যে দলীয় প্রতীকের প্রার্থী হলেন- মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), হাফিজ মাওলানা মাহমুদুুল হাসান (হাতপাখা-ইসলামি আন্দোলন) ও মো. জহিরুল আলম (জাকের পার্টি)।
আর স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান, সামছুন নুর তালুকদার, মো. ছালাহ উদ্দিন রিমন, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো. শাহজাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা কিনেছেন মনোনয়ন।
এ পর্যন্ত ৪৪৩ জন নারী ও পুরুষ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে (পুরুষ) ৩৫১ ও সংরক্ষিত (নারী) ওয়ার্ডে ৯২ জন কিনেছেন মনোনয়ন।
এখন পর্যন্ত সংরক্ষিত (মহিলা কাউন্সিলর)-এর মধ্যে ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ৫ জন, ৩নং ওয়ার্ডে ৭ জন, ৪নং ওয়ার্ডে ৮ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৩ জন, ৭ নং ওয়ার্ডে ৪ জন, ৮নং ওয়ার্ডে ৫ জন, ৯ নং ওয়ার্ডে ৬ জন, ১০নং ওয়ার্ডে ৯ জন, ১১নং ওয়ার্ডে ৯ জন, ১২নং ওয়ার্ডে ১০ জন, ১৩নং ওয়ার্ডে ১৪ জন ও ১৪নং ওয়ার্ডে ৬ জন কিনেছেন মনোনয়ন ফরম।
আর সাধারণ (পুরুষ কাউন্সিলর)-এর মধ্যে এখন পর্যন্ত ১নং ওয়ার্ডে ৪ জন, ২ নং ওয়ার্ডে ৪ জন, ৩নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ৭ জন, ৫নং ওয়ার্ডে ৭ জন, ৬নং ওয়ার্ডে ৫ জন, ৭নং ওয়ার্ডে ৪ জন, ৮নং ওয়ার্ডে ১১ জন, ৯নং ওয়ার্ডে ৬ জন, ১০নং ওয়ার্ডে ৭ জন, ১১নং ওয়ার্ডে ৬ জন, ১২নং ওয়ার্ডে ৩ জন, ১৩নং ওয়ার্ডে ৮ জন, ১৪নং ওয়ার্ডে ৪ জন, ১৫নং ওয়ার্ডে ৭ জন, ১৬ নং ওয়ার্ডে ৭ জন, ১৭নং ওয়ার্ডে ৩ জন, ১৮নং ওয়ার্ডে ১০ জন, ১৯ নং ওয়ার্ডে ৪ জন, ২০ নং ওয়ার্ডে ৪ জন, ২১ নং ওয়ার্ডে ৫ জন, ২২নং ওয়ার্ডে ১১ জন, ২৩নং ওয়ার্ডে ৫ জন, ২৪ নং ওয়ার্ডে ৯ জন, ২৫ নং ওয়ার্ডে ৬ জন, ২৬ নং ওয়ার্ডে ৫ জন, ২৭ নং ওয়ার্ডে ৯ জন, ২৮ নং ওয়ার্ডে ৯ জন, ২৯ নং ওয়ার্ডে ১৬ জন, ৩০ নং ওয়ার্ডে ২০ জন, ৩১ নং ওয়ার্ডে ৯ জন, ৩২ নং ওয়ার্ডে ১২ জন, ৩৩ নং ওয়ার্ডে ১৭ জন, ৩৪ নং ওয়ার্ডে ১৯ জন, ৩৫ নং ওয়ার্ডে ৪ জন, ৩৬ নং ওয়ার্ডে ৯ জন, ৩৭ নং ওয়ার্ডে ১৫ জন, ৩৮ নং ওয়ার্ডে ১০ জন, ৩৯ নং ওয়ার্ডে ৯ জন, ৪০ নং ওয়ার্ডে ১১ জন, ৪১ নং ওয়ার্ডে ১৪ জন এবং ৪২ নং ওয়ার্ডে ১২ জন।
উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।




