বড়লেখা: আজিমগঞ্জ বাজারের রাস্তার বেহাল দশা, দূর্ভোগের শেষ নেই
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৩, ৭:৪৪:৩৫ অপরাহ্ন
বড়লেখা(মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখার আগর আতরের রাজধানী খ্যাত সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারের মেইন রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশায়, দেখার কেউ নেই।
জানা যায় ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে এটি। প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসেন এ বাজারে। কিন্তু বাজার করতে এসে দূর্ভোগের শেষ নেই, অনেকে কাদাযুক্ত কাপড় নিয়ে ফিরতে হয় বাড়িতে। বাজারে আসা লোকজন রাস্তার এই অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন- পিতা-মাতা ছাড়া একটি সন্তান যেমন তেমনি এই রাস্তা দেখার কেউ নেই। বৃষ্টি হলে চলাচল দুঃসাধ্য হয়ে পড়ে। নেই পানি নিষ্কাশনের কোন সুব্যবস্থা।
আজিমগঞ্জ বাজার বণিক সমিতি থাকলে ও তাদের সাধ্যের বাহিরে। নেই এলাকার জনপ্রতিনিধিদের জোরালো পদক্ষেপ।
বণিক সমিতির সাধারণ সম্পাদকের সাথে মুঠফোনে কথা বললে তিনি জানান- তার প্রথম টার্মে এলাকার প্রবাসীদের অর্থায়নে বাজারকে সিসিটিভির আওতায় আনা হয় এবং কিছু উন্নয়ন মূলক কাজ হয়েছিল।
তিনি বলেন বাজারটি ছিদ্দেক আলী ওয়াকফ স্টেটের অধীনে থাকায় সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেই। কিন্তু এখন ছিদ্দেক আলী ওয়াকফ স্টেটের পক্ষের সাথে যোগাযোগ করলে তারা চান সরকারের পক্ষ থেকে রাস্তা সংষ্কারের কাজ হোক। সেই সুবাদে বেশ কয়েক মাস আগে বণিক সমিতির নেতৃবৃন্দ ও এলাকার মুরব্বিয়ান মিলে স্থানীয় এমপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন এমপির সাথে লিখিত আবেদনসহ দেখা করলে তিনি জানান আমার সুপারিশপত্রসহ জেলা পরিষদে যোগাযোগ করার জন্য। বণিক সমিতির সাধারণ সম্পাদক নিউজ প্রতিবেদককে জানান, তারা দু’এক দিনের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি সহ জেলা পরিষদের সাথে যোগাযোগ করবেন।