মিয়ানমারে তাণ্ডব চালাচ্ছে মোখা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৩, ৭:০৭:৩১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: মিয়ানমারের স্থলভাগে এখন তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় মোখা। বিকালে মিয়নামারের আবহাওয়া দপ্তর জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলে আঘাত করেছে ঘূর্ণিঝড় মোখা।
এদিকে কক্সবাজার সমুদ্র বন্দরে এখনো ১০ নম্বর মহাবিপদ সংকেত বহাল রয়েছে। ঝড়ে সেন্ট মার্টিন দ্বীপ এবং রাখাইন রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে মিয়ানমারের আবহাওয়া দপ্তর জানায়, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা রোববার বিকেলে মিয়ানমারের উপকূল অতিক্রম করা শুরু করে। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২০৯ কিলোমিটার। রাখাইন রাজ্যের রাজধানী সিটুয়ের কাছ দিয়ে ঘূর্ণিঝড়ের কেন্দ্র অতিক্রম করবে।



