তুমি একজন মানুষ, কিন্তু কোটি মানুষের শক্তি তোমার সাথে, সাহস রাখো অধিনায়ক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৩, ১২:৪২:২৬ অপরাহ্ন
অনুপম স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপক্রিকেটজয়ী অধিনায়ক ইমরান খানের গ্রেপ্তার নিয়ে সরব পাকিস্তানের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।
ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতাররা প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন সাবেক প্রধামন্ত্রী ও পিটিআই প্রধান ইমরানকে।
You are one man, but you have the strength of millions.
Stay strong skipper . #BehindYouSkipper— Wasim Akram (@wasimakramlive) May 9, 2023
রাজনৈতিক অস্থিরতায় জনগণকে শান্ত থাকার আহবান জানিয়েছেন হালের তারকা শাহিন শাহ আফ্রিদি। যদিও ইমরান খানের গ্রেপ্তার বেআইনি ঘোষণা করে তাকে মুক্তির নির্দেশ দিয়েছেন পাকিস্তান সুপ্রিম কোর্ট।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান। তেহরিক-ই-ইনসাফ প্রধানের মুক্তির দাবিতে উত্তাল পাঞ্জাব থেকে লাহোর, কোয়েটা থেকে ইসলামাবাদ। গলি থেকে রাজপথ পৌঁছে গেছেন প্রতিবাদীরা। তোপের মুখে ক্ষমতাধর পাক সেনাবাহিনী।
রাজনৈতিক উত্তাপের আঁচ লেগেছে দেশটির ক্রীড়াঙ্গণেও। সরাসরি ৯২ বিশ্বকাপজয়ী অধিনায়কের পক্ষ নিয়েছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আক্তাররা। কিংবদন্তীর প্রতি শেহবাজ সরকারের এমন পদক্ষেপে ক্ষুব্ধ সবাই।
Right behind you Skipper♥️.
Injustice at the end produces independence.More Power to you @ImranKhanPTI Lets protect our Leader & freedom #PakistanZindabad. pic.twitter.com/69gQYjqshB— Waqar Younis (@waqyounis99) May 9, 2023
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেন, তুমি একজন হতে পারো, কিন্তু কোটি মানুষের শক্তি। সাহস রাখো অধিনায়ক।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস বলেন, অধিনায়ক তোমার সঙ্গেই আছি। অবিচার, দিন শেষে মুক্তি নিয়ে আসে। তুমি আরো শক্তিশালী হও। চলো, আমাদের নেতা ও স্বাধীনতাকে রক্ষা করি।
পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার বলেন, আমাদের জাতীয় বীরকে এভাবে দেখা হৃদয়বিদারক। শারীরিক অসুস্থতা ও পাকিস্তানের প্রতি এতো অবদান সত্ত্বেও তার সঙ্গে যেমনটা করা হয়েছে। আমরা কোথায় যাচ্ছি? দয়া করে আমাদের জাতীয় বীরকে কিছুটা সম্মান করুন।
দেশটির ক্রিকেট মহানায়ককে এভাবে নাজেহাল পছন্দ হয়নি মোহাম্মদ হাফিজেরও। পাক ওপেনারের চোখে যা কষ্টদায়ক ও নিন্দনীয়।
সাবেকদের মতো সোজাসাপ্টা প্রতিবাদ না জানালেও বসে নেই বর্তমানরা। শাহিন শাহ আফ্রিদি বেছে নিয়েছেন ভিন্ন পন্থা। হাদিসের ভাষায় দিয়েছেন শান্তির বার্তা।
পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি বলেন, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) বলেছেন, মুমিনদের একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতির উদাহরণ শরীরের মত। যখন তার একটি অংশ ব্যথা হয়, তখন পুরো শরীরই সেই ব্যথা অনুভব করে। মনে রাখবেন, পাকিস্তান আছে তো আমরা আছি।
তবে দুর্নীতির অভিযোগে ইমরান খানকে গ্রেপ্তারের পর অস্থিতিশীলতা থামার লক্ষণ নেই। বরং ক্রমেই উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। পুলিশের সাথে সংঘর্ষে এরই মধ্যে প্রাণ গেছে আট জনের।